এই দুই ছবিতে সলমনের সঙ্গে কাজ করতে চাননি প্রিয়াঙ্কা!

Last Updated:
#মুম্বই: এক সময় বলিউডের পয়লা নম্বর নায়িকা ছিলেন ৷ পাড়ি জমিয়েছেন হলিউডে ৷ ‘কোয়োন্টিকো’ আর ‘বে ওয়াচ’-এর দৌলতে হলিউডে এখন পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে বি-টাউনে তাঁর আসনটা কি টলমল ? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে ৷ কেন না কোয়ান্টিকোর মতো বিরাট অফার ছেড়ে বলিউডে ছবি করতে আসা কিন্তু বিরাট বড় ব্যাপার ৷
প্রিয়াঙ্কা জানিয়েছেন, সলমনের নায়িকা হওয়ার জন্যই এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে বি-টাউনের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, একটা সময় তথাকথিত শাহরুখ খানের লবির একটা অংশ ছিলেন ‘বিশ্ব সুন্দরী’ ৷ সেই কারণে কেরিয়ার শুরুর দিকে প্রিয়াঙ্কাকে সলমনের সঙ্গে বেশ কয়েকটা ছবিতে দেখা গেলেও, পরের দিকে তাঁকে আর দেখা যায়নি সেভাবে ৷ তার উপর বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেওয়ার কারণে প্রযোজকদের সঙ্গে জনসংযোগে ঘাটতি পড়েছে কিছুটা ৷ সঞ্জয়লীলা বনশালী ক্যাম্প ছাড়া এখন আর প্রিয়াঙ্কাকে কোনও ছবিতে দেখা যাচ্ছে না ৷ এমন পরস্থিতিতে সলমনের সঙ্গে ‘ভরত’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আর ফিরিয়ে দিয়ে চাননি পিগি চপস ৷
advertisement
advertisement
তবে জানেন কী কয়েকবছর আগে, যখন পরিস্থিতিটা এমন ছিল না ৷ তখন সলমনের বিপরীতে দু’টি ছবিতে নায়িকা হওয়ার অফার খারিজ করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ ‘লন্ডন ড্রিমজ’ এবং ‘ম্যায় অউর মিসেস খান্না’ ছবিতে সলমনের নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন প্রিয়াঙ্কাই ৷ তবে ওই দু’টি ছবিতে কাজ করা হয়নি তাঁর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই দুই ছবিতে সলমনের সঙ্গে কাজ করতে চাননি প্রিয়াঙ্কা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement