Home /News /entertainment /
এই দুই ছবিতে সলমনের সঙ্গে কাজ করতে চাননি প্রিয়াঙ্কা!

এই দুই ছবিতে সলমনের সঙ্গে কাজ করতে চাননি প্রিয়াঙ্কা!

ফাইল চিত্র ৷

ফাইল চিত্র ৷

 • Share this:

  #মুম্বই: এক সময় বলিউডের পয়লা নম্বর নায়িকা ছিলেন ৷ পাড়ি জমিয়েছেন হলিউডে ৷ ‘কোয়োন্টিকো’ আর ‘বে ওয়াচ’-এর দৌলতে হলিউডে এখন পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে বি-টাউনে তাঁর আসনটা কি টলমল ? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে ৷ কেন না কোয়ান্টিকোর মতো বিরাট অফার ছেড়ে বলিউডে ছবি করতে আসা কিন্তু বিরাট বড় ব্যাপার ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, সলমনের নায়িকা হওয়ার জন্যই এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে বি-টাউনের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, একটা সময় তথাকথিত শাহরুখ খানের লবির একটা অংশ ছিলেন ‘বিশ্ব সুন্দরী’ ৷ সেই কারণে কেরিয়ার শুরুর দিকে প্রিয়াঙ্কাকে সলমনের সঙ্গে বেশ কয়েকটা ছবিতে দেখা গেলেও, পরের দিকে তাঁকে আর দেখা যায়নি সেভাবে ৷ তার উপর বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেওয়ার কারণে প্রযোজকদের সঙ্গে জনসংযোগে ঘাটতি পড়েছে কিছুটা ৷ সঞ্জয়লীলা বনশালী ক্যাম্প ছাড়া এখন আর প্রিয়াঙ্কাকে কোনও ছবিতে দেখা যাচ্ছে না ৷ এমন পরস্থিতিতে সলমনের সঙ্গে ‘ভরত’ ছবিতে অভিনয়ের প্রস্তাব আর ফিরিয়ে দিয়ে চাননি পিগি চপস ৷

  আরও পড়ুন : দেশ ছাড়ার অনুমতি পেলেন সলমন খান

  তবে জানেন কী কয়েকবছর আগে, যখন পরিস্থিতিটা এমন ছিল না ৷ তখন সলমনের বিপরীতে দু’টি ছবিতে নায়িকা হওয়ার অফার খারিজ করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ ‘লন্ডন ড্রিমজ’ এবং ‘ম্যায় অউর মিসেস খান্না’ ছবিতে সলমনের নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন প্রিয়াঙ্কাই ৷ তবে ওই দু’টি ছবিতে কাজ করা হয়নি তাঁর ৷

  First published:

  Tags: Bollywood Actor, Bollywood Celebrity, Hindi Film, Hollywood Actress, Priyanka Chopra, Salman Khan

  পরবর্তী খবর