Prachi Deshai on Casting Couch: বিছানায় নিয়ে যেতে চেয়েছিলেন পরিচালক! মুখ খুললেন প্রাচী

Last Updated:

সম্প্রতি বলিউড বাবল-এ দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাচী বলেছেন তাঁর জীবনের ঘৃণ্যতম অভিজ্ঞতার কথা । বড় ছবির, জনপ্রিয় এক পরিচালক সম্বন্ধে মুখ খুললেন তিনি ।

#মুম্বই: লাইটস....ক্যামেরা....অ্যাকশন । দুনিয়াটা যতই আলো, খ্যাতি, গ্ল্যামারের হোক না কেন, তার নীচ থেকে মাঝেমধ্যেই ভেসে ওঠে জমাট অন্ধকারের গাঢ় ছায়া । বিনোদন দুনিয়ার ঘৃণ্য, কালো দিকটা সব মুখোশ কেটে মাঝেমধ্যে বেরিয়ে পড়ে প্রকাশ্যে । তখনই কাস্টিং কাউচ, নেপোটিজমের মতো শব্দ গুলো মাথা চাড়া দিযে ওটে ।
বনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ (Casting Couch) অতি পরিচিত একটি শব্দ হলেও বেশিরভাগ প্রথম সারির তারকারাই এর অস্তিত্ব স্বীকার করতে চান না । কেউ বা স্বীকার করলেও নাম প্রকাশ্যে অনিচ্ছুক থাকেন । তবু ওপেন সিক্রেটের মতোই সকলে জানেন, এর উপস্থিতি কতটা গভীর । কাজ পাওয়ার বিনিময়ে নিজের সম্মান, নিজের ইচ্চার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় এখানে । পরিচালক, প্রযোজক, কাস্টিং ডিরেক্টরদের ‘খুশি’ করতে কাজের বিনিময়ে শরীর দিতে হয় এখানে । এ বার সেই কাস্টিং কাউচ নিয়েই মুখ খুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রাচী দেশাই ।
advertisement
View this post on Instagram

A post shared by Prachi Desai (@prachidesai)

advertisement
advertisement
২০০৬ সালে বলিপাড়ায় পা রেখেছিলেন প্রাচী । তাঁর প্রথম ধারাবাহিক ‘কসম সে’ । রাম কাপুরের বিপোরীতে তিনি ছিলেন লিড রোলে । সেই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পায় । ২০০৮-এ ‘রক অন’ দিয়ে বড় পর্দায় পা রাখেন প্রাচী । এরপর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’, ‘বোল বচ্চন’, ‘আজহার’-এ দেখা গিয়েছে তাঁকে । সম্প্রতি বলিউড বাবল-এ দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাচী বলেছেন তাঁর জীবনের ঘৃণ্যতম অভিজ্ঞতার কথা । তিনি বলেন, ‘‘আমি মনে করি একটি নির্দিষ্ট ফিল্ম, একটি বড় ছবিতে অভিনয়ের জন্য খুব সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে আমি একেবারে না বলেছিলাম। পরিচালককে আমি না বলার পরেও আমাকে ফোন করেছিলেন । তবে আমার উত্তর খুব স্পষ্ট ছিল যে, আপনার ছবিতে আমি আগ্রহী নই ।’’
advertisement
View this post on Instagram

A post shared by Prachi Desai (@prachidesai)

advertisement
সম্প্রতি ওয়েবে ‘ক্যান ইউ হিয়ার ইট’ নামের একটি থ্রিলারে দেখা গিয়েছে প্রাচীকে । এখানে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি । ‘জি ৫’-এর এই ছবিটিতে মনোজ বাজপেয়ী, সহিল বেদ, অর্জুন মথুর-ও রয়েছেন ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prachi Deshai on Casting Couch: বিছানায় নিয়ে যেতে চেয়েছিলেন পরিচালক! মুখ খুললেন প্রাচী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement