শেষ মুহূর্তের গর্ভাবস্থা! শরীরে শুধুই বিকিনি পরে ফোটোশ্যুট করলেন বলি-নায়িকা

Last Updated:

২০১৩ সালে ব্যবসায়ী রোহিত রেড্ডিকে বিয়ে করেন অনিতা। প্রায় সাত বছর পর নতুন অতিথিকে আনার সিদ্ধান্ত নেন তাঁরা।

#মুম্বই: খুব শিগগিরই জীবনে নতুন অতিথিকে আহ্বান জানাতে চলেছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অনিতা হাসনন্দানি। আপাতত তিনি চুটিয়ে উপভোগ করছেন প্রেগন্যান্সি... এই সময়কার নানা অভিজ্ঞতা, অনুভূতির কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সব ছবি দেখে, তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুগামীরা।
শুধু তিনিই নন, স্বামী রোহিত রেড্ডিও অনিতার একাধিক ছবি শেয়ার করছেন। কিছু দিন আগেই দেখা যায়, অনিতার অন্যতম কাছের বন্ধু একতা রবি কাপুরকে তাঁর সাধ দিতে। আর সেই অনুষ্ঠানের ছবিও শেয়ার করেন যুগল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিশমা তান্না, ক্রিস্টাল ডি'সুজা ও সানায়া ইরানির মতো তারকারা।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ অনিতা হাসনন্দানি। মা হওয়ার মুহূর্ত একটা আলাদা অনুভূতি, সেই অনুভূতির প্রতিটি মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি । সম্প্রতি মেটার্নিটি ফোটোশ্যুট করলেন অনিতা । সাদা-কালোয় তাঁর ছবিগুলো এক কথায় অনবদ্য । কখনও বিকিনি, কখনও মনোকিনিতে নজর কাড়লেন অভিনেত্রী । ছবি শেয়ার করে লিখলেন, ‘‘যতদিন মমি ভাইবস কিক করছে, ততদিন বিয়ন্সে ভাইবস অনুভব করছি ।’’
advertisement
advertisement
২০১৩ সালে ব্যবসায়ী রোহিত রেড্ডিকে বিয়ে করেন অনিতা। তার পর থেকে তাঁর ও রোহিতের সুখেরই সংসার! প্রায় সাত বছর পর নতুন অতিথিকে আনার সিদ্ধান্ত নেন তাঁরা। কিছু দিন আগে একটি ভিডিওর মাধ্যমে সকলকে এ কথা জানান যুগল। ভিডিওটিতে প্রেম থেকে বিয়ে এবং সেখান থেকে গর্ভবতী হওয়ার পুরো জার্নি ফুটিয়ে তোলা হয়। দেখা যায়, একবার করে লাফ দিচ্ছেন অনিতা ও রোহিত আর বদলে যাচ্ছে পোশাক। বদলে যাচ্ছে জীবনের ঘটনা। খানিকটা মজার ছলেই নিজের জীবনের অন্যতম বড় খবরটা প্রকাশ্যে আনেন তাঁরা।
advertisement
এই খবর সামনে আসার পরই একাধিক সেলেবের সঙ্গে সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানান ভক্তরাও। একটু বেশি বয়সে তিনি মা হতে চলেছেন বলে অনেকে তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন। অনেকে আবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক সাবধানতা অবলম্বন করতে বলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষ মুহূর্তের গর্ভাবস্থা! শরীরে শুধুই বিকিনি পরে ফোটোশ্যুট করলেন বলি-নায়িকা
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement