Imran Khan on Dilip Kumar: 'আমার জেনারেশনের সবচেয়ে সেরা ও বহুমুখী প্রতিভা দিলীপ কুমার', স্মৃতিচারণায় ইমরান খান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইরমান খান (Imran Khan) ট্যুইটারে স্মৃতিচারণ করলেন দিলীপ কুমারের (Imran Khan on Dilip Kumar)।
#ইসলামাবাদ: দিলীপ কুমারের (Dilip Kumar Died) প্রয়াণে সীমান্তের ওপারেও শোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইরমান খান (Imran Khan) ট্যুইটারে স্মৃতিচারণ করলেন দিলীপ কুমারের (Imran Khan on Dilip Kumar)। ৯৮ বছর বয়সে বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বইয়ের খারে হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার।
দিলীপ কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে ইমরান খান দুটি ট্যুইট করেছেন। প্রথম ট্যুইটে দিলীপ কুমারের কাজের কথা উল্লেখ করেছেন তিনি। ইমরান খানের কথায়, 'দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ। SKMTH প্রজেক্টের শুরুতে তাঁর সাহায্যের কথা কোনওদিন ভুলব না। পাকিস্তান ও লন্ডনে এই প্রজেক্টের প্রথম ১০ শতাংশ ফান্ড তোলার কাজটা ছিল সবচেয়ে কঠিন।' এরই সঙ্গে অভিেনতা দিলীপ কুমারের কথাও উল্লেখ করেছেন পাক-প্রধানমন্ত্রী।
advertisement
Saddened to learn of Dilip Kumar's passing. I can never forget his generosity in giving his time to help raise funds for SKMTH when project launched. This is the most difficult time - to raise first 10% of the funds & his appearance in Pak & London helped raise huge amounts.
— Imran Khan (@ImranKhanPTI) July 7, 2021
advertisement
advertisement
Apart from this, for my generation Dilip Kumar was the greatest and most versatile actor.
— Imran Khan (@ImranKhanPTI) July 7, 2021
তিনি লিখেছেন, 'আমার জেনারেশনের সবচেয়ে সেরা ও বহুমুখী প্রতিভা ছিলেন দিলীপ কুমার।' দিলীপ কুমারের প্রয়াণের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে শোকবার্তা। বলিউড থেকে রাজনীতি, গায়িকা থেকে খেলোয়াড়-- বহু মানুষ এদিন নিজের প্রিয় অভিনেতারে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর অসংখ্য গুণমুগ্ধের আজ মন খারাপ। সেই তালিকায় ঢুকে পড়লেন ইমরান খানও।
advertisement
কিংবদন্তি তারকা দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। তৎকালীন ব্রিটিশ ভারত, বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত পেশোয়ারে একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ১৯২২ সালের ১১ ডিসেম্বর। বাবা লালা গোলাম সারওয়ার, মা আয়েশা বেগম। বাবা ছিলেন ফল ব্যবসায়ী। ১৯৩০ সালে পরিবার নিয়ে মুম্বইয়ে চলে আসেন তাঁরা। কর্মজীবনের শুরুতে দিলীপ কুমার ছিলেন ক্যান্টিন মালিক, পাশাপাশি শুকনো ফল সরবরাহকারী। ১৯৪৪ সালে 'জোয়ার ভাটা' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ। ১৯৪৭ ও ১৯৪৮ সালে যথাক্রমে 'জুগনু' ও 'শহিদ' সিনেমা বাণিজ্যসফল হওয়ার পর আর পিছন ফিরে তাকাননি। ১৯৭৬ পর্যন্ত চুটিয়ে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার পুরোদমে। ১৯৯৮ সালে তাঁর শেষ ছবি 'কিলা'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 7:54 PM IST