Maanayata on Sanjay Dutt Birthday: 'ঈশ্বর যেন সর্বদা তোমার দলে থাকেন', সঞ্জয় দত্তকে জন্মদিনে শক্তি-সাহসের বার্তা মান্যতার

Last Updated:

স্ত্রী মান্যতা স্বামীর জন্মদিনে বিশেষ বার্তা দিয়ে আদুরে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় (Maanayata on Sanjay Dutt Birthday)।

#মুম্বই: বৃহস্পতিবার ৬২ বছরে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt Birthday)। স্ত্রী মান্যতা স্বামীর জন্মদিনে বিশেষ বার্তা দিয়ে আদুরে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় (Maanayata on Sanjay Dutt Birthday)। গত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন সঞ্জয় দত্ত। সেই সময় নিজেই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়ে ভক্তদের জানিয়েছিলেন, কাজ থেকে ব্রেক নিতে চলেছেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছেন। এই মুহূর্তে সঞ্জয়ের হাতে রয়েছে ৫টি ছবির কাজ।
এদিন মান্যতা স্বামী সঞ্জয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'তোমাকে একটা আনন্দ ভরপুর দিন ও আনন্দে মাখা বছরের শুভেচ্ছা জানাই। ভালোবাসা, শান্তি, স্বাস্থ্য ও সাফল্যের কামনা করি। ঈশ্বর যেন সর্বদা তোমার দলে থাকেন, ও তোমাকে আশীর্বাদ করে যান। সাহস ও শক্তি জুগিয়ে যান তোমার জীবনে। ভালোবাসি তোমাকে।'
advertisement
গত বছর অগস্টেই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে সঞ্জয় দত্ত ঘোষণা করেছিলেন, অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে বিরতি নিচ্ছেন তিনি। মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসার পর মান্যতা ও সন্তানদের নিয়ে চলে গিয়েছিলেন দুবাইতে। ৮ সেপ্টেম্বর মান্যতা পোস্ট করেছিলেন সঞ্জয়ের একটি ছবি এবং তাতে বার্তা দিয়েছিলেন, কোনওদিন হাল না ছাড়ার। ক্যাপশনে মান্যতা িলখেছিলেন, 'রুক জানা নেহি তু কহি হারকে... নিজেদের জীবনের ভালো সময়ের জন্য কয়েকদিন আমাদের কঠিন লড়াই করতে হবে। কোনওদিন হাল ছেড় না।' এর পর সন্তানদের জন্মদিনে অক্টোবরে নিজের সুস্থতার কথা ঘোষণা করেছিলেন সঞ্জয় দত্ত।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Maanayata Dutt (@maanayata)

advertisement
View this post on Instagram

A post shared by Maanayata Dutt (@maanayata)

advertisement
গত ২৩ জুলাই স্ত্রী মান্যতার জন্মদিন ছিল। সেদিন আবার সঞ্জয় বিশেষ বার্তা দিয়েছিলেন স্ত্রীকে। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছিলেন সঞ্জয়। সেখানে উল্লেখযোগ্য হল, তিনি মান্যতাকে 'হ্যাপি বার্থডে মম' লিখেছিলেন। যদিও এটি ভালোবেসে দেওয়া নাম নাকি, নিজের সন্তানদের মা হিসেবে মান্যতাকে সম্বোধন করেছেন সঞ্জয় তা অবশ্য জানা যায়নি। সঞ্জয় মান্যতার উদ্দেশ্যে লিখেছিলেন, 'আমাদের পরিবারের মেরুদণ্ড তুমি, আমার জীবনের আলো। তুমি আমার কাছে কী তা বলতে গেলে শব্দ কম পড়বে, যদিও তুিম সবটাই জানো। তোমার মতো করে সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।'
advertisement
View this post on Instagram

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

advertisement
২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত। তাঁদের ১০ বছরের যমজ দুই ছেলে ও মেয়ে রয়েছ ইকরা ও শাহরান। ১৯৯৬ সালে সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী রিচা শর্মা ব্রেন টিউমরে প্রয়াত হয়েছিলেন। সেই পক্ষের তাঁর এক কন্যা ত্রিশলা রয়েছেন। তিনি আমেরিকায় থাকেন দাদু দিদার সঙ্গে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Maanayata on Sanjay Dutt Birthday: 'ঈশ্বর যেন সর্বদা তোমার দলে থাকেন', সঞ্জয় দত্তকে জন্মদিনে শক্তি-সাহসের বার্তা মান্যতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement