Happy Birthday Sanjay Dutt: সঞ্জয় দত্তের জন্মদিনে সুখবর, মুক্তির অপেক্ষায় অভিনেতার এই ৫ ছবি!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার ৬২ বছরের জন্মদিন পালন করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Happy Birthday Sanjay Dutt)।
বৃহস্পতিবার ৬২ বছরের জন্মদিন পালন করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Happy Birthday Sanjay Dutt)। কয়েক দশক ধরে নিজের অভিনয়, স্টাইল, নাচের জাদুতে দর্শকের মন জয় করে রেখেছেন অভিনেতা। সুনীল দত্তের হাত ধরে ১৯৮১ সালে 'রকি' ছবি দিয়ে বলিউডে যাত্রাপথ শুরু করেছিলেন সঞ্জয়। এর পর তাঁর ঝুলিতে এসেছে অসংখ্য হিট ছবি। খলনায়ক, নাম, বাস্তব, মিশন কাশ্মীর, অগ্নিপথ, মুন্নাভাই এমবিবিএস-এর মতো ছবিতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছর আচমকাই অসুস্থ হয়ে কাজে বিরতি নিয়েছিলেন কিছুদিন। ফিরে এসে অবশ্য কাজের শেষ নেই তাঁর। এক ঝলকে দেখে নিন, 'সঞ্জু বাবা'র কোন ৫টি ছবি মুক্তির অপেক্ষা করছে।
advertisement
ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া-- ভূজ ইন্ডিয়া এয়ারবেসকে নতুন করে গড়ার কাহিনি রয়েছে ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্নিকের এই ছবিতে। বিজয়ের ভূমিকায় ছবিতে রয়েছেন অজয় দেবগণ। ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এই এয়ারবেস ধ্বংস হয়ে গিয়েছিল। মাত্র তিনদিনে ৩০০ জন মহিলার সহযোগিতায় এই এয়ারবেস পুনরায় নির্মাণ করেছিলেন বিজয় কার্নিক। এই ছবিতে ভারতীয় সেনার অফিসার রাঞ্চোরদাস পাগির ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ১৩ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement