Priyanka Chopra Surprise Gift: জন্মদিনের আসল সারপ্রাইজ 'পাঁচতলা'! নিককে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

জোনাস (Nick Jonas) ব্রাদার্সের কনসার্টের মাঝেই পাঁচতলা কেক (Priyanka Chopra Surprise Gift) পাঠিয়ে চমকে দেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
#নয়াদিল্লি: জন্মদিন যেন শেষই হচ্ছে না। ১৭ সেপ্টেম্বর স্বামী নিক জোনাসের (Nick Jonas) জন্মদিন উপলক্ষে লন্ডনের কাজ ফেলে আমেরিকায় উড়ে যান প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেদিনটা ভালোবাসা, আলিঙ্গন, চুমুতে ভরিয়ে রাখার পর আসল উপহারটা দিলেন পরের দিন। জোনাস ব্রাদার্সের কনসার্টের মাঝেই পাঁচতলা কেক (Priyanka Chopra Surprise Gift) পাঠিয়ে চমকে দেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। গল্ফ থিমের পাঁচতলা কেক এবং বেলুনে সাজানো ঘরে গিয়ে অভিভূত হয়েছেন নিক (Priyanka Chopra Surprise Gift)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করেছেন তিনি (Nick Jonas)। নিকের (Nick Jonas) একাধিক ফ্যানপেজ থেকেও সারপ্রাইজের নানা ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।
View this post on Instagram

A post shared by Nick Jonas (@nickjonas)

advertisement
advertisement
advertisement
জোনাস ব্রাদার্সের কনসার্টে উপস্থিত না থাকতে পারলেও, সেখানে পাঁচতলা কেক পাঠিয়েছিলেন তিনি (Priyanka Chopra Surprise Gift)। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লিখেছেন, 'আমার জীবনের ভালবাসা৷ সব থেকে সহৃদ এবং সহানুভূতিশীল ব্যক্তিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আমি তোমায় ভালোবাসি, বেবি৷ তোমার মতো তুমি, তার জন্য ধন্যবাদ৷' এভাবে স্বামীর জন্মদিনে নিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, লন্ডনে সিটাডেলের সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
advertisement
advertisement
advertisement
কয়েকদিন আগেই 'ম্যাটরিক্স ৪'-এর টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন নায়িকা। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল 'ম্যাটরিক্স' দুনিয়ার ছবি। কিয়েনু রিভসকে দেখা গিয়েছিল নিও হিসেবে। সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজির এই ছবি তাদের চতুর্থ ইন্সটলমেন্ট নিয়ে। এই ছবিতে এবার প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যাবে। এ বছরই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল 'দ্য ম্যাটরিক্স'। এর পর 'দ্য ম্যাটরিক্স রিলোডেড' ও 'দ্য ম্যাটরিক্স রেভোলিউশন' দুটিই মুক্তি পেয়েছে ২০০৩ সালে। এবার আসবে চতুর্থ ছবি।
advertisement
তবে যতই ব্যস্ত থাকুন না কেন, নিজেদের (Nick-Priyanka) সঙ্গে সময় কাটাতে ভোলেন না নিক-প্রিয়াঙ্কা৷ কখনও সমুদ্র সৈকতে দেখা যায় দু’জনকে, কখনও আবার কোনও বাড়িতেই থেকে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তারকা দম্পতি৷ বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য হোয়াইট টাইগার'৷ তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও, আদর্শ গৌরব৷ ডিজিটালে মুক্তি পেয়েছিল ছবিটি। এর পর জোয়া আখতারের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা। সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra Surprise Gift: জন্মদিনের আসল সারপ্রাইজ 'পাঁচতলা'! নিককে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement