Nick Jonas Happy birthday: জন্মদিনে স্বামীর সঙ্গে সোহাগ প্রিয়াঙ্কার, নিকের আলতো চুমুতে জমে গেল রাত!

Last Updated:

নিক জোনাসের (Happy Birthday Nick Jonas) জন্মদিনে আদর মাখা প্রিয়াঙ্কার (Priyanka Chopra)পোস্ট৷

নিক জোনাসের জন্মদিন
নিক জোনাসের জন্মদিন
#ওয়াশিংটন: ব্যস্ততা দূরে সরিয়ে স্বামীর কাছে পৌঁছে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনস৷ স্বামী নিকের জন্মদিন (Happy Birthday Nick Jonas)বলে কথা৷ আর সেই জন্মদিনে একে অপরকে আদরের আলিঙ্গনের ছবি প্রিয়াঙ্কা (Priyanka Chopra) পোস্ট করলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়৷ দেখা গেল নিককে কালো পোশাকে৷ আর প্রিয়াঙ্কা এই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন হলুদ রঙের পোশাক৷ পার্টি যেখানে হচ্ছিল সেখানে প্রিয়াঙ্কাকে আলতো করে গালে চুমু খান নিক (Nick-Priyanka)৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে৷
advertisement
স্বামীকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra wishes husband Nick Jonas on his birthday) জোনস লিখেছেন, আমার জীবনের ভালবাসা৷ সব থেকে সহৃদ এবং সহানুভূতিশীল ব্যক্তিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ আমি তোমায় ভালবাসি, বেবি৷ তোমার মতো তুমি, তার জন্য ধন্যবাদ৷ এভাবে স্বামীর জন্মদিনে নিককে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা৷
advertisement
advertisement
লন্ডনে কাজ ছিল নায়িকার (Priyanka Chopra Jonas)৷ তার মধ্যে নিকের জন্মদিন পালন করতে তিনি আমেরিকায় উড়ে আসেন৷ জেকেএফ বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছিল বুধবার৷ একটি নামী ব্র্যান্ডের সোয়েট শার্ট পরে ছিলেন তিনি৷ তাঁর এয়ারপোর্ট লুক নিয়ে দারুণ চর্চা হয়৷ তিনি ফ্যাশন আইকন৷ তাই তো সব সময় তাঁর লুক নিয়ে চর্চাতেই থাকেন পিগি চপস৷ দেশের গন্ডি ছাড়িয়ে এখন তিনি বিশ্ব আইকনের খেতাব অর্জন করেছেন৷ অন্যদিকে নিজের ভাই কেভিন ও জো জোনাস নিয়ে গানের ট্যুরে ব্যস্ত ছিলেন নিকও (Nick Jonas)৷ সেই ছবিও খুব ভাইরাল হয়৷
advertisement
advertisement
advertisement
তবে যতই ব্যস্ত থাকুন না কেন, নিজেদের (Nick-Priyanka) সঙ্গে সময় কাটাতে ভোলেন না নিক-প্রিয়াঙ্কা৷ কখনও সমুদ্র সৈকতে দেখা যায় দু’জনকে, কখনও আবার কোনও বাড়িতেই থেকে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তারকা দম্পতি৷
advertisement
প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তি প্রাপ্ত ছবি দা হোয়াইট টাইগার৷ তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও, আদর্শ গৌরব৷ ছবিটি অস্কার ২০২১ সেরা অডপটেড স্ক্রিনপ্লে বিভাগে মনোনীত হয়৷ যদিও অ্যান্থনি হপকিন্সের ফাদার ছবিটি এই বিভাগে জয় পায়৷ আপাতত প্রিয়াঙ্কা ব্যস্ত সিটাডেল ছবি নিয়ে৷ ছবিটির পরিচালনায় দা রুসো ব্রাদার্স৷ টেক্স ফর ইউ এবং ম্যাট্রিক্স ৪-এ দেখা যাবে অভিনেত্রীকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nick Jonas Happy birthday: জন্মদিনে স্বামীর সঙ্গে সোহাগ প্রিয়াঙ্কার, নিকের আলতো চুমুতে জমে গেল রাত!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement