চাকদা এক্সপ্রেস হয়ে ওঠার জোর চেষ্টায় অনুষ্কা, বহু বছর বাদে করছেন ‘এই’ কাজ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বড় পর্দায় তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আনন্দ এল রাইয়ের জিরো৷ যেখানে তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন৷
#মুম্বই: অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজের পরের সিনেমার জন্য জোর প্রস্তুতি সারছেন৷ বলিউডের টপ অর্ডারের অভিনেত্রী এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের ঘরণী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবার অভিনয় করবেন চাকদহ এক্সপ্রেস (Chakda Xpress)৷ অভিনেত্রী এখন ঝুলন হয়ে ওঠার জন্য এখন নিয়মিত প্রোটিন শেক খাচ্ছেন৷ তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ও পেসার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ভূমিকায় অভিনয় করছেন৷ ঝুলনের জীবনের ওপর আধার করা বায়োপিকে অভিনয় করছেন৷
বোলার হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)
advertisement
অনুষ্কা শর্মা স্ন্যাপ দিয়েছেন চাকদহ এক্সপ্রেস হয়ে ওঠার জন্য তিনি ছিক কা করছেন৷ বোলিং করার শক্তি সঞ্চয়ের জন্য তিনি এখন নিয়মিত প্রোটিন শেক খাচ্ছেন৷ নিজের প্রোটিন শেকের ছবি দিয়ে ট্যাগলাইনে তিনি লিখেছেন ‘‘কয়েকশো বছর পরে প্রোটিন শেক খাচ্ছি কারণ বোলিং’’
advertisement

অনুষ্কা শর্মা চাকদা এক্সপ্রেসের প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন৷
advertisement
আরও পড়ুন - Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
কয়েকদিন আগে অনুষ্কা শেয়ার করেছিলেন নিজের আগামী চাকদা এক্সপ্রেসের প্রস্তুতি ভিডিও৷ ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছিলেন , ‘গেট সোয়েট গো! চাকদা এক্সপ্রেস প্রেপ গেটিং হার্ড অ্যান্ড ইনটেন্স উই আর কাউন্টিং ডেজ @netflix_in @jhulangoswami @officialcsfilms @prositroy @kans26 (sic)- অর্থাৎ এই ছবির সঙ্গে যুক্ত সকলকে ট্যাগ করে লিখেছিলেন ঘাম ঝরুক, চাকদা এক্সপ্রেসের প্রস্তুতি ক্রমশ কঠিন এবং পরিশ্রমসাধ্য হচ্ছে৷
advertisement
advertisement
এই ছবির আগে অনুষ্কা শর্মা গত বছরের শুরুর দিকে নিজের কন্যা সন্তান ভামিকাকে জন্ম দিয়েছেন৷ তাঁর আগে বড় পর্দায় তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আনন্দ এল রাইয়ের জিরো৷ যেখানে তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন৷ যদিও সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2022 4:01 PM IST