Irrfan Khan: 'ফিসফিস করে মন বলেছিল, কয়েক মাসেই মরে যাবো৷'

Last Updated:

কেমোর চতুর্থ পর্যায় শেষ৷ ৬টি কেমো হবে তারপর স্ক্যান৷ তৃতীয় কেমোর পর স্ক্যানের রেজাল্ট পজিটিভ ছিল৷ ৬টি কেমোর শেষে কী রকম থাকে...

#লন্ডন: দিন গুনছেন না৷ সব কিছু ছেড়ে দিয়েছেন জীবনের উপর৷ শেষের সে দিন বলে তাঁর কাছে কিছু নেই৷ মস্তিষ্কে বিরল ক্যানসারে আক্রান্ত বলিউড স্টার ইরফান খান লন্ডনে চিকিত্‍‌সারত৷ শরীর ভেঙে গিয়েছে৷ সংবাদ সংস্থা এপি-কে দেওয়া একটি সাক্ষাত্‍‌কার ফোনে সারলেন ইরফান৷ বেশি ক্ষণ কথা বলতে পারছেন না৷ কষ্ট হয়৷ অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী কণ্ঠে সাংবাদিককে জানালেন৷ খানিক আগেই ডাক্তার দেখে গিয়েছেন৷
কেমন আছেন ইরফান খান? জেনে নেওয়া যাক সংবাদ সংস্থা এপি-কে ফোনে দেওয়া একটি সাক্ষাত্‍‍কার থেকে৷
ইরফান খান, ছবিটি সংগৃহীত ইরফান খান, ছবিটি সংগৃহীত
advertisement
সংবাদসংস্থা: হলিউডের বড় ছবিগুলি হাতছাড়া করছেন৷
ইরফান: (মৃদু হেসে) আমি চেয়েছিলাম আমেরিকান সিনেমা, হলিউডে দীর্ঘ সময় থাকতে৷ আমি ঠিক পথে যাত্রাও শুরু করেছিলাম৷ হলিউডে একটা দুর্দান্ত চরিত্রের অফার ছিল৷ চরিত্রটির প্রেমে পড়ে গিয়েছিলাম৷ ভারতে আমার কাজগুলিকে পিছিয়ে দিয়ে বলেছিলাম, আমি ছবিটায় কাজ করব৷ কিন্তু...
advertisement
সংবাদসংস্থা: এখন কী করছেন?
ইরফান: জীবনটাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি৷ একটি চেয়ারে বসে সামনে জীবনের অন্যদিকটা দেখার অভিজ্ঞতা অনবদ্য৷ একটি জার্নির মধ্যে আছি৷
সংবাদসংস্থা: আপনার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে নানা গল্প চলছে৷ এই মুহূর্তে নিজের সম্পর্কে মানুষকে ঠিক কী জানাতে চান?
ইরফান: জীবন অনেকগুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে৷ জীবন যে ভাবে দেখাচ্ছে, সে ভাবেই দেখছি৷ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক-- সব দিক থেকে৷ পরমানন্দ বলতে যা বোঝায় আর কী! প্রথমে খবরটা শুনে কেঁপে উঠেছিলাম৷ কিন্তু ধীরে ধীরে অনুভব করলাম, অন্য ভাবেও জীবনকে দেখা যায়৷ পরমানন্দ ভাবটা সত্যিই খুব সুখের৷ মানসিক ভাবে হালকা লাগে৷ জীবনটাকে একবার এই ভাবে দেখার চেষ্টা করলেই বুঝবেন৷ একটা জানলা দিয়ে নিজেকে দেখা৷ জীবনের প্রতিচ্ছবিটা সিনেমার মতো দেখার আনন্দ প্রকাশ করা যায় না৷ ৩০ বছর মেডিটেশন করেছি, কখনও এমন উপলব্ধি হয়নি৷ বর্তমান পরিস্থিতি তৈরি না-হলে এই স্বর্গীয় উপলব্ধি হত না৷ এখন যা-ই হবে, ভালো হবে, সেরা হবে৷
advertisement
সংবাদসংস্থা: প্রতিদিনের রুটিন কী রকম এখন? স্ক্রিপ্ট পড়ছেন বা কাজে ফেরার প্ল্যান?
ইরফান: না৷ স্ক্রিপ্ট পড়া ছেড়ে দিয়েছি একেবারেই৷ প্রতিদিন আনপ্রেডিক্টবল৷ এই অভিজ্ঞতাটি ঠিক বলে বোঝানো সম্ভব নয়৷ আমি ভাবতাম একটা সময়, আমার জীবনটা আনপ্রেডিক্টবল হোক৷ গতিময়তায় কাটুক৷ কিন্তু কখনও উপলব্ধি করিনি৷ এখন করছি৷ কোনও প্ল্যান করি না৷ ব্রেকফাস্ট করার পর আর কোনও প্ল্যান থাকে না৷ জীবন যে দিকে নিয়ে যায়, সে দিকেই যাচ্ছি৷ আসলে জীবনটা একটা রহস্য৷ কোনও কিছু প্ল্যান করে হয় না৷ সম্ভব নয়৷ স্রোতে এগিয়ে যাচ্ছি৷ মনে আর কোনও দ্বিচারিতা নেই৷ আমি সত্যিই এখন মানসিক ভাবে খুব ভালো আছি৷ ভাগ্যবানদেরই এই উপলব্ধির সুযোগ হয়৷
advertisement
সংবাদসংস্থা: আপনি চিকিত্‍‌সার জন্য লন্ডনে আছেন৷ চিকিত্‍‌সার বিষয়ে কিছু জানাতে চান?
ইরফান: কেমোর চতুর্থ পর্যায় শেষ৷ ৬টি কেমো হবে তারপর স্ক্যান৷ তৃতীয় কেমোর পর স্ক্যানের রেজাল্ট পজিটিভ ছিল৷ ৬টি কেমোর শেষে কী রকম থাকে, সেটাই আসল৷ তখন বোঝা যাবে৷ জীবনের কোনও গ্যারান্টি নেই৷ কারও নেই৷ আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে৷ যে কোনও সময় মৃত্যু হবে৷ কিংবা মাঝে মাঝে এই চিন্তাটা জাস্ট উড়িয়ে দিয়ে জীবন যেমন আছে, সে ভাবেই এনজয় করছি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Irrfan Khan: 'ফিসফিস করে মন বলেছিল, কয়েক মাসেই মরে যাবো৷'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement