জাহ্নবী কাপুরের ডায়লগই এখন মুম্বই পুলিশের ‘অস্ত্র’ !

Last Updated:

‘ধড়ক’ মুক্তির আগেই জনপ্রিয় হয়ে গেল জাহ্নবী কাপুরের ডায়লগ ৷ আর পথ নিরাপত্তা বাড়াতে এবার সেই ডায়লগকেই ‘অস্ত্র’ করল মুম্বই পুলিশ ৷

#মুম্বই: ‘ধড়ক’ মুক্তির আগেই জনপ্রিয় হয়ে গেল জাহ্নবী কাপুরের ডায়লগ ৷ আর পথ নিরাপত্তা বাড়াতে এবার সেই ডায়লগকেই ‘অস্ত্র’ করল মুম্বই পুলিশ ৷
মুম্বই পুলিশের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এই ডায়লগ দিয়েই বেশ মজার একটি ছবি পোস্ট করা হয়েছে ৷ ছবিতে রয়েছেন জাহ্নবী কাপুর আর ঈশান খট্টর ৷ কিন্তু জাহ্নবীর মুখের উপর রয়েছে ট্রাফিক সিগন্যালের লাল, হলুদ, সবুজ আলো ৷ ঈশান সেদিকেই মুখ ঘুরিয়ে রয়েছেন ৷ নায়কের উদ্দেশ্যে জাহ্নবী বলছেন, ‘ক্যায়া নাটক কর রাহা হ্যায় ? মুঝে দেখ কিঁউ নেহি রাহা’ ?
advertisement
advertisement
এই ছবি পোস্ট করে মুম্বই পুলিশ লিখেছে, ‘ট্রাফি সিগন্যালেরও অনুভূতি থাকে ৷ কোনও সম্পর্কের মধ্যে ই-চালান মোটেই আনন্দজনক নয় ৷’
এর কিছুদিন আগেই ‘চায়ে পি লো আন্টি’র ভিডিও নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিল ৷ সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, সকলে হেলমেট পরে নিন ৷ যাতে বাড়িতে আবার নিশ্চিন্ত হয়ে চা-পান করতে পারেন ৷’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাহ্নবী কাপুরের ডায়লগই এখন মুম্বই পুলিশের ‘অস্ত্র’ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement