জাহ্নবী কাপুরের ডায়লগই এখন মুম্বই পুলিশের ‘অস্ত্র’ !
Last Updated:
‘ধড়ক’ মুক্তির আগেই জনপ্রিয় হয়ে গেল জাহ্নবী কাপুরের ডায়লগ ৷ আর পথ নিরাপত্তা বাড়াতে এবার সেই ডায়লগকেই ‘অস্ত্র’ করল মুম্বই পুলিশ ৷
#মুম্বই: ‘ধড়ক’ মুক্তির আগেই জনপ্রিয় হয়ে গেল জাহ্নবী কাপুরের ডায়লগ ৷ আর পথ নিরাপত্তা বাড়াতে এবার সেই ডায়লগকেই ‘অস্ত্র’ করল মুম্বই পুলিশ ৷
মুম্বই পুলিশের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এই ডায়লগ দিয়েই বেশ মজার একটি ছবি পোস্ট করা হয়েছে ৷ ছবিতে রয়েছেন জাহ্নবী কাপুর আর ঈশান খট্টর ৷ কিন্তু জাহ্নবীর মুখের উপর রয়েছে ট্রাফিক সিগন্যালের লাল, হলুদ, সবুজ আলো ৷ ঈশান সেদিকেই মুখ ঘুরিয়ে রয়েছেন ৷ নায়কের উদ্দেশ্যে জাহ্নবী বলছেন, ‘ক্যায়া নাটক কর রাহা হ্যায় ? মুঝে দেখ কিঁউ নেহি রাহা’ ?
advertisement
advertisement
এই ছবি পোস্ট করে মুম্বই পুলিশ লিখেছে, ‘ট্রাফি সিগন্যালেরও অনুভূতি থাকে ৷ কোনও সম্পর্কের মধ্যে ই-চালান মোটেই আনন্দজনক নয় ৷’
এর কিছুদিন আগেই ‘চায়ে পি লো আন্টি’র ভিডিও নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিল ৷ সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, সকলে হেলমেট পরে নিন ৷ যাতে বাড়িতে আবার নিশ্চিন্ত হয়ে চা-পান করতে পারেন ৷’
advertisement
Don’t underestimate the emotional quotient of traffic signals!! And their e-challan is anyways not too happy with your relationship #TrafficSignalMatters pic.twitter.com/FEEDOVYi6m
— Mumbai Police (@MumbaiPolice) June 22, 2018
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2018 9:36 AM IST