বলিউডে শোকের ছায়া... প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল, রাজ কাপুর থেকে শাহরুখ... কার সঙ্গে না অভিনয় করেছেন!

Last Updated:

 ‘দো ভাই’, ‘নদীয়া কে পার’, ‘শবনম’, ‘পরস’, ‘নমুনা’, ‘শাহিদ’,   ‘জেলর’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’-‘প্রেম নগর’, ‘দো রাস্তে’, -এর মতো ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। ২০১৩-য় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিং’-এ অভিনয় করেন। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ‘লাল সিংহ চড্ডা’।

News18
News18
বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ ব‌‌‌ছর। তাঁর মৃত্যু যেন এক অধ্যায়ের পরিসমাপ্তি।
১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। বলিউডের যাত্রা শুরু করেছিলেন ৪৬-এ। প্রথম ছবিনীচা নগর। ছবিটি কান চলচ্চিত্র উৎসবেও যায়। তারপর  সাদা-কালো ছবি থেকে রঙিন দুনিয়ায় প্রবেশ করল সিনেমা। তিনি রয়ে গেলেন একই। রাজ কাপুর, অশোক কুমার, দিলীপ কুমারের মতো  তারকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
‘দো ভাই’, ‘নদীয়া কে পার’, ‘শবনম’, ‘পরস’, ‘নমুনা’, ‘শাহিদ’,   ‘জেলর’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’-‘প্রেম নগর’, ‘দো রাস্তে’, -এর মতো ছবিতে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন তিনি। ২০১৩-য় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৯-এ ‘কবীর সিং’-এ অভিনয় করেন। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ‘লাল সিংহ চড্ডা’।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে শোকের ছায়া... প্রয়াত অভিনেত্রী কামিনী কৌশল, রাজ কাপুর থেকে শাহরুখ... কার সঙ্গে না অভিনয় করেছেন!
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement