লকডাউনের জেরে দুবাইতে আটকে বাঙালি অভিনেত্রী, দেশে ফিরতে মরিয়া নায়িকা

Last Updated:

একটি সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, দেশে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি । কিন্তু ফিরতে পারছেন না ।

#মুম্বই: বাঙালি হলেও অবশ্য তিনি দীর্ঘদিন ধরেই বলি-পাড়ার বাসিন্দা ৷ বলিউডেই এখন আসর জমিয়ে ফেলেছেন নায়িকা ৷ ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বত্রই পরিচিত মুখ তিনি ৷ ইদানিং আবার জনপ্রিয় পরিচালকমশাইয়ের সঙ্গে সম্পর্কের কথাও শোনা যাচ্ছে এই বঙ্গতনয়াকে ঘিরে ৷ ফলে বাংলা নয়, আরবতীরের বাণিজ্যনগরীই এখন পাকাপাকি ঠিকানা তাঁর । কথা হচ্ছে ‘দেব কা দেব-মহাদেব’, ‘নাগিন’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়কে নিয়ে।
নায়িকা মৌনি ও তাঁর বোন এখন দুবাইতে আটকে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে মৌনি জানিয়েছেন, দেশে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি । কিন্তু ফিরতে পারছেন না । তবে দুবাইতে তাঁর ছোটবেলার বন্ধু আর তাঁদের পরিবারের সঙ্গে তিনি খুবই এনজয় করছেন, সে কথাও স্বীকার করেছেন । মৌনির মা ও ভাই এই মুহূর্তে রয়েছেন কোচবিহারে । তাই তাঁদের দেখার জন্যও মন ছটফট করছে ‘গোল্ড’-এর নায়িকার ।
advertisement
View this post on Instagram

@masoomabilgrami_ didnt lemme finish making my fluffy bun ! #togoornottogointothepool @kempinskidubai @travelbyindiana

A post shared by mon (@imouniroy) on

advertisement
advertisement
২০১৮-তে অক্ষয় কুমারের বিপোরীতে ‘গোল্ড’ দিয়ে বড়পর্দায় পা রাখেন মৌনি । এরপর তাঁকে ‘মেড ইন চায়না’তে দেখা যায় রাজকুমার রাওয়ের বিপোরীতে । এরপর অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে মৌনিকে । এই ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাঙালি অভিনেত্রী ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনের জেরে দুবাইতে আটকে বাঙালি অভিনেত্রী, দেশে ফিরতে মরিয়া নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement