#মুম্বই: এই মুহূর্তে জনপ্রিয় সেলেবদের তালিকায় বঙ্গললনা মোনালি ঠাকুর ১ থেকে ১০-এর মধ্যে পড়বেনই ! টিভি শো-এর বিচারক থেকে শুরু করে সিনেমাতে প্লেব্যাক...চুটিয়ে কাজ করছেন মোনালি। পেয়েছেন জাতীয় পুরষ্কারও!
সম্প্রতি তাঁর নতুন গান 'পানি পানি রে' ঘিরে উন্মাদনা তুঙ্গে । স্বর্গীয় লোকেশনে, কখনও নীল কাঁচের মতো স্বচ্ছ জল... কখনও গভীর জঙ্গলের হাতছানি, কখনও বা লেলিহান অগ্নিশিখার সঙ্গে তাল মিলিয়ে মোনালির সুরেলা কণ্ঠ... নেট দুনিয়ায় শেয়ার হতেই গান ভাইরাল...
শুনে নিন সেই গান--