টাকার জন্য নয়, বিয়েটা ভালবেসেই করেছেন ! বিয়ের ভিডিও পোস্ট করে মোক্ষম জবাব মোনালির !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
তিনি মাইককে বিয়ে করেছেন কারণ মাইক তাঁর স্বাধীনতা, তাঁর সাফল্যকে উপভোগ করতে জানে। মর্যাদা দেয়। তাঁদের ভালবাসায় কোনও নাটক নেই।
#মুম্বই: মোনালি ও মাইক রিচার্ড তিন বছর আগেই বিয়েটা সেরে ফেলেছিলেন। তবে বিয়ের কথা সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও জানাননি তিনি। পরিবারের কয়েকজনকে নিয়ে বান্দ্রাতে বিয়ে সেরেছিলেন তাঁরা। রিচার্ড একজন ব্যবসায়ী। জার্মানে থাকেন। মোনালিও সেখানেই থাকেন। সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ও ভিডিও পোস্ট করেন মোনালি। কিন্তু কখনও মাইককে স্বামী বলে কাউকে জানাননি তিনি। প্রেমিক বা স্বামী তাতে কি যায় আসে ! মানুষটার সঙ্গে মনের মিল হচ্ছে কিনা সেটাই আসল কথা।
তবে কয়েকদিন ধরে মোনালির বিয়ে নিয়ে নানা কথা উঠছে। সেই কানাঘুষো গায়িকার কানেও গেছে। তিনি প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও, এবার বেশ বিরক্তিই হয়েছেন তিনি। মোনালিকে অনেকে কটাক্ষ করে বলেছেন, তিনি নাকি টাকার জন্য মাইককে বিয়ে করেছেন। তবে এর মোক্মম জবাব দিলেন মোনালি। মোনালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিন বছর আগের তাঁদের বিয়ের একটি ভিডিও পোস্ট করলেন।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে একটি ঢলা সালোয়ার কামিজ পরে আছেন মোনালি। মাইকের পোশাকও ওভারসাইজড। তাড়াহুড়ো করে বিয়ের পোশাক কিনেছিলেন গায়িকা। পায়ে স্নিকার ছিল। আঙটি বদল করছেন তাঁরা। এই ভিডিও শেয়ার করে মোনালি লেখেন, "ওই দিন আমাদের দেখে মনে হচ্ছিল আমরা স্কুলে যাব। বিয়ে করছি কে বলবে ! আমার পায়ে আবার স্নিকার।" কিন্তু এই তাড়াহুড়ো করে বিয়ের কারণ ছিল, সেদিনই তাঁদের বিদেশ উড়ে যাওয়ার কথা ছিল। এছাড়াও মোনালি এই পোস্টে জানান যে মাইক বিজনেস ম্যান হতে পারে, তবে তাঁর নিজের রোজগার মাইকের চেয়ে কিছু কম নয়। তিনি মাইককে বিয়ে করেছেন কারণ মাইক তাঁর স্বাধীনতা, তাঁর সাফল্যকে উপভোগ করতে জানে। মর্যাদা দেয়। তাঁদের ভালবাসায় কোনও নাটক নেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2020 8:11 PM IST