হোম /খবর /বিনোদন /
একের পর এক ঘূর্ণিপাক...তুমুল নাচে দর্শকদের মাত করলেন মোনালি ঠাকুর

একের পর এক ঘূর্ণিপাক...তুমুল নাচে দর্শকদের মাত করলেন মোনালি ঠাকুর

মোনালি ঠাকুর শুধুমাত্র ভাল গায়িকা তাই নন, তিনি দক্ষ অভিনেত্রীও বটে । সঙ্গে নাচটিও রপ্ত করেছেন নিপুণ ভাবে ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: আর পাঁচটা তারকাদের থেকে অনেকটাই হটকে মোনালি ঠাকুর! স্টারসুলভ অ্যাটিটিউড নেই বললেই চলে! নিজের মতে চলেন, যা ইচ্ছে তাই করেন... কে কী ভাবল, কোথায় কী ছাপা হল, কেউ গসিপ করল কিনা, এসব সাত-পাঁচ নিয়ে তিনি কোনওকালেই খুব একটা ভাবেন না! এককথায় নিজের মনের রানি মোনালি! তাই তো অনায়াসেই নেচে উঠতে পারেন... সে রাস্তাতেই হোক বা ঘরের মধ্যেই হোক ।

বিষয়টা তাহলে খোলসা করে বলা যাক । মোনালি ঠাকুর শুধুমাত্র ভাল গায়িকা তাই নন, তিনি দক্ষ অভিনেত্রীও বটে । পাশাপাশি তাঁর আরও একটি প্রতিভা সুপ্ত ছিল এতদিন । সেটা এ বার প্রকাশ পেল । দূর্দান্ত সালসাও নাচেন গায়িকা ।

এ দিন একটি ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল, কী অসাধারণ সালসা নাচছেন তিনি । একেবারে দক্ষ, পেশাদার শিল্পীদের মতোই সালসা নেচে মাত করলেন মোনালি । ভিডিও নিমেষেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

Published by:Simli Raha
First published:

Tags: Monali Thakur