Milind Soman diet: বয়স বাড়েই না মিলিন্দ সোমনের! সকাল থেকে রাত কী কী খান, সম্পূর্ণ ডায়েট চার্ট প্রকাশ করলেন চিরযুবক অভিনেতা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
কী খান অভিনেতা? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ডায়েট চার্ট (Diet Chart of Milind Soman) ফাঁস করলেন মিলিন্দ।
#মুম্বই: সময় বয়ে যায়, বছর পেরিয় যায়। কিন্তু বয়স হয় না মিলিন্দ সোমনের (Milind Soman)। মাথায় কাঁচা পাকা মিশিয়ে চুল থাকলেও তাঁর মতো টানটান মেদহীন চেহারা এবং ফিটনেস দেখলে তাঁকে চিরযুবক বলাই যায়। কিন্তু এমন ভাবে যৌবন ধরে রাখার রহস্য কী? কী খান অভিনেতা? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ডায়েট চার্ট (Diet Chart of Milind Soman) ফাঁস করলেন মিলিন্দ।
মিলিন্দ জানিয়েছেন তাঁর খাবারে চিনির কোনও জায়গা নেই। চিনি তিনি সম্পূর্ণ এড়িয়ে চলেন। বরং ডায়েটে ফল সবজি এইসবই বেশি থাকে। এছাড়াও আরও একটি বিশেষ তথ্য শেয়ার করেছেন মিলিন্দ। তিনি জানিয়েছেন, সব সময়েই স্বাভাবিক তাপমাত্রা বা রুম টেম্পারেচর-এর জল পান করেন। ঠান্ডা জল, সরবত এড়িয়ে চলেন মিলিন্দ। সারা বছরে এক থেকে দুবার মদ্যপান করেন। ডেজার্ট জাতীয় কোনও মিষ্টি খাবার তিনি খেলে তা গুড় দিয়ে তৈরি হয়।
advertisement
মিলিন্দ নিজের একটি ছবি শেয়ার করে ডায়েট চার্ট প্রকাশ্যে আনেনষ ছবিতে দেখা যাচ্ছে উন্মুক্ত সুঠাম চেহারার মিলিন্দ হাতে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবির ক্যাপশনেই তিনি কী কী খান তা বিশদে জানিয়েছেন।
advertisement
মিলিন্দ লিখছেন, "অনেকেই জিজ্ঞাসা করেন আমি কি খাই? তাঁদের জন্য রইল। এই খাবারই আমি খাই সাধারণত। তবে কোথায় আছি বা কী খাবার রয়েছে তার উপরে খাবার বদলাতে পারে। আমি ঘুম থেকে উঠেই ৫০০ মিলিলিটার জল খাই যা স্বাভাবিক তাপমাত্রায় থাকে। সকাল ১০ টায় ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে থাকে কয়েক রকমের বাদাম, একটা পেঁপে, একটা লেবু, আর আমের মতো চারটে মরশুমি ফল।"
advertisement
দুপুরে কী খান তাও জানিয়েছেন মিলিন্দ। তিনি লিখছেন, "দুপুর ২টো নাগাদ চালে ডালে খিচুড়ি খাই। সঙ্গে স্থানীয় ও মরশুমি সবজি থাকে। সঙ্গে ২ চা-চামচ ঘিও থাকে। আবার কখনও চালের বদলে ৬টা রুটি খাই। তার সঙ্গে সবজি ও ডাল থাকে। খুব কম, হয়তো মাসে একবার চিকেন বা মাটনের এক টুকরো খাই অথবা একটা ডিম খাই।"
advertisement
advertisement
বিকেল ৫টা নাগাদ গুড় দেওয়া এক কাপ চা খান মিলিন্দ। তবে ডিনার সারেন সন্ধে ৭টায়। ডিনারে সাধারণত এক প্লেট সবজি খান। যদি খুব বেশি খিদে পায় তাহলে খিচুড়ি খান তিনি। তবে আমিষ খাবার খান না। রাতে শোওয়ার আগে এক কাপ গরম জলে হলুদ ও গুড় মিশিয়ে খান তিনি। প্যাকেটের খাবার বা প্রসেসড ফুড একেবারেই এড়িয়ে চলেন মিলিন্দ। এছাড়া অতিরিক্ত ভিটামিন বা অন্যান্য সাপ্লিমেন্টস খান না। গত মাসে কোভিড (Corona) আক্রান্ত হয়েছিলেন মিলিন্দ। কোয়ারেন্টাইনেও এই একই ডায়েট বজায় রেখেছেন তিনি। শুধু এর সঙ্গে দিনে চার বার কাড়হা পান করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2021 9:12 AM IST