পিঠে বাঁধা বাচ্চা, খোলা তলোয়ার হাতে শত্রুদের পরাস্ত করলেন কঙ্গনা
Last Updated:
হাওয়ায় উড়ছে ঘোড়ার সোনালী কেশর ৷ চারিদিকে ঝাঁপিয়ে পড়ছে শত্রুরা ৷ তার মধ্যেই প্রবল পরাক্রমের শক্তি যেন ঠিকরে পড়ছে তাঁর চোখ-মুখ থেকে ৷ তলোয়ার থেকে চুঁইয়ে পড়ছে রক্ত ৷
#মুম্বই: সে যেন এক রুদ্র মূর্তি ৷ সাদা সালওয়ার-কুর্তা, মাথায় পাগড়ি, হাতে খোলা উদ্যত তলোয়ার ৷ পিঠে কাপড় দিয়ে বাঁধা ছোট্ট শিশু ৷ দুর্দান্ত পরাক্রম শত্রুবূহ্য ভেদ করে এগিয়ে চলেছেন তিনি ৷ হাওয়ায় উড়ছে ঘোড়ার সোনালী কেশর ৷ চারিদিকে ঝাঁপিয়ে পড়ছে শত্রুরা ৷ তার মধ্যেই প্রবল পরাক্রমের শক্তি যেন ঠিকরে পড়ছে তাঁর চোখ-মুখ থেকে ৷ তলোয়ার থেকে চুঁইয়ে পড়ছে রক্ত ৷
এমনই বেশে এবার সামনে এলেন কঙ্গনা রানাওয়াত থুড়ি ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ৷
advertisement
৭২তম স্বাধীনতা দিবসের সকালেই সামনে এসেছে কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘মণিকর্ণিকা’র প্রথম পোস্টার ৷ তাতেই নায়িকাকে দেখা গিয়েছে বীর যোদ্ধার বেশে ৷ আর প্রথম দর্শনেই ফ্যানদের হৃদয় জয় করে নিয়েছেন লক্ষ্মীবাঈরূপী কঙ্গনা ৷
advertisement
ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে রানির যুদ্ধের ইতিহাসই ফুটে উঠবে এই ছবির গল্পে ৷ ছবিতে কঙ্গনা ছাড়াও ঝালকারবাঈয়ের চরিত্রে দেখা যাবে অঙ্কিতা লোখান্ডেকে ৷ তাঁতিয়া টোপির চরিত্রে রয়েছেন অতুল কুলকার্নি ৷ সনু সুদকে দেখা যাবে সদাশিবের ভূমিকায় ৷ ২০১৯-এর ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অব ঝাঁসি’ ৷
Kangna Ranaut as #Manikarnika - The Queen Of Jhansi... Here's the first look poster... Directed by Krish... 25 Jan 2019 release... #RepublicDayWeekend pic.twitter.com/FgsXFBt09Z
— taran adarsh (@taran_adarsh) August 15, 2018
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2018 12:15 PM IST