Malang Review: শুধুই শরীর দেখল দর্শক, মলঙ্গে মন মজল না

Last Updated:

রসদ ছিল অনেক। কিন্তু উপাদান ঠিক হল না। ফলে মজল না মলঙ্গ। পরিচালকের ঝুলিতে আছে আশিকি টু, এক ভিলেনের মতো সফল ছবি।

# কলকাতা :  রসদ ছিল অনেক। কিন্তু উপাদান ঠিক হল না। ফলে মজল না মলঙ্গ।  পরিচালকের ঝুলিতে আছে আশিকি টু, এক ভিলেনের মতো সফল ছবি। তবুও বছরের শুরুতে মোহিত সুরির মলঙ্গ পিছিয়ে থাকল বক্স অফিসে। তবে এসবের মাঝেই দর্শক পেল আদিত্য-র সুঠাম চেহারা, দিশার বিকিনি ! শুধুই এসব? আসুন বিশদে বলি...
বরাবর গান মোহিতের হাতিয়ার। এই ছবিতেও আদিত্য় রায় কাপুর ও দিশা পাটানির লভ স্টোরি সাজানো ছিল বেশ কিছু ভাল সুরে। কিন্তু কোথায় যেন তাল কাটল। ছবিতে আদিত্যর চরিত্রের নাম অদভাইদ।  আর দিশার নাম সারা। দু’জনের দেখা গোয়ায়। তবে এই গোয়া ‘দিল চহতা হ্যায়’-এর  মতো নয়। দারুণ ল্যান্ডস্কেপের পাশাপাশি কঠিন বাস্তব। ড্রাগস, ক্রাইমের শহর গোয়া। মোহিতের ছবির মূল বক্তব্য়।
advertisement
advertisement
অদভাইদ-সারা একেবারে ফ্রি স্পিরিটেড দু’জন। যাঁরা অ্যাডভেঞ্চার ভালবাসেন। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র ফিল রয়েছে। তবে ধারে কাছেও মলঙ্গ নয়। ছবিতে দুই কপ অনিল কপুর ও কুণাল খেমু। অনিল থুড়ি আগাসে নিয়ম ভাঙেন। অন্যজন মাইকেল মানে কুণাল নিয়ম অনুযায়ী চলেন।
এসব ছপিয়ে মলঙ্গ থেকে প্রাপ্তি  আদিত্যর সিক্স প্যাক এবং দিশার টোনড বডি। সিনেমেটোগ্রাফারকে যেন বিশেষ করে ইনস্ট্রাকশন দিয়েছিলেন মোহিত।  যাতে, অন্য কিছু হোক না হোক ওঁদের শরীর যেন ফ্রেম জুড়ে থাকে। কারণ, ছবির মধ্য়ে তো বিশেষ কিছু নেই।
advertisement
মাইকেলের চরিত্রে পর্দায় ফুটিয়ে তোলার মতো উপাদান রয়েছে। কুণাল চেষ্টাও করেছেন। তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য অনিল কাপুর। রাফ অ্যান্ড টাফ অবতারে বেদনা ফুঁটিয়ে তুলেছেন। অনিল কাপুরের জন্যই ছবিটা একবার হলেও দেখা যায়।
দিশার বদলে আপনার পাশের বাড়ির সুশ্রী টুম্পা হলেও বিশেষ সমস্যা হত না। বড়ই দুর্বল চিত্রনাট্য়। গতিহীন প্রথম হাফ। সেকেন্ড হাফ মন্দের ভাল।ছবি দেখে মনে হতে পারে, এখনও যেন থ্রিলার বানানো শিখতে হবে মোহিতকে। তাই,  দারুণ কিছু আশা করে ‘মলঙ্গ’ দেখতে গেলে হতাশ হবেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malang Review: শুধুই শরীর দেখল দর্শক, মলঙ্গে মন মজল না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement