সুশান্তের মৃতদেহের ছবি পোস্ট করলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে, জানাল মহারাষ্ট্র পুলিশ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সুশান্তের মরদেহের ছবি । নায়কের শেষ সময়ের এমন ছবি কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তা নিয়ে সরব হন অনেক তারকারাই ।
#মুম্বই: শেষ সময়টা হয়তো অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছিল তাঁর । তাই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সুশান্ত সিং রাজপূত । মাত্র ৩৪ বছর বয়সে পালিয়ে গেলেন জীবন থেকে । গতকাল, রবিবার তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
খবর পেয়ে পুলিশ ও তদন্তকারী দলের অফিসাররা তাঁর ফ্ল্যাটে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান । কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সুশান্তের মরদেহের ছবি । তাতে স্পষ্ট গলার ফাঁসের দাগ । চোখ দু’টো অর্ধ-উন্মুক্ত । নায়কের শেষ সময়ের এমন অপ্রকৃতস্থ ছবি কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তা নিয়ে সরব হন অনেক তারকারাই । অভিনেতা সোনু সুদও এর তীব্র প্রতিবাদ করেন । এরপর মহারাষ্ট্র পুলিশের তরফেও ট্যুইট করে জানানো হয় সুশান্তের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।
advertisement
A disturbing trend has been observed on Social Media platforms by Maharashtra Cyber that pictures of deceased actor Shri. Sushant Singh Rajput are being circulated, which are disturbing and in bad taste. (1/n)
— Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2020 7:25 AM IST