ভারতীয় টেলিভিশনে চিরকালীন সেরা ধারাবাহিকের মধ্যে অন্যতম হল 'মহাভারত'৷ লকডাউনে সেই ধারাবাহিক ফের চালু করেছে দূরদর্শন৷ বর্তমান প্রজন্ম, যারা দূরদর্শনের মহাভারত দেখার সুযোগ পায়নি, তারা তারিয়ে উপভোগ করছে ভারতভূমির এই মহাকাব্য৷ মহাভারত-এর শ্যুটিংয়ে শেষ দিন কেমন ছিল? সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল৷ শেয়ার করেছেন মহাভারতের দ্রৌপদীর ভূমিকায় থাকা রূপা গঙ্গোপাধ্যায়ও৷
Emotions were on peak after last episode of #Mahabharat
Everyone was in tears. Amazing pic.twitter.com/jnHj0ffsgb — Hitakshi Buch (@BuchHitakshi) May 10, 2020
সে দিন মহাভারতের কলাকুশলী থেকে শুরু করে সবাই কেঁদেছিলেন৷ সবাই সবাইকে জড়িয়ে ধরেছিলেন৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, কৃষ্ণের ভূমিকায় থাকা নীতিশ ভরদ্বাজ অর্জুন অর্থাত্ ফিরোজ খানকে জড়িয়ে ধরে কাঁদছেন৷ রুপা গঙ্গোপাধ্যায়ও চোখের জল মুছছেন৷ দ্রৌপদীর সেই কস্টিউম পরেই তিনি সবাইকে আলিঙ্গন করছেন৷ চোখে জল৷
ঝরঝর করে কাঁদছেন মহাভারতের সহ-পরিচালক রবি চোপড়াও৷ তাঁর কপালে তিলক৷ সেট ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে রূপার সঙ্গে কথা বলছেন পরিচালক বিআর চোপড়া৷ এই ভিডিও দেখে নেটিজেনদেরও চোখে জল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Doordarshan, Mahabharat