Mahabharat| অর্জুনকে জড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন কৃষ্ণ! মহাভারতের শেষ দিনের শ্যুটিং ভিডিও দেখুন

Last Updated:

মহাভারত-এর শ্যুটিংয়ে শেষ দিন কেমন ছিল? সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল৷ শেয়ার করেছেন মহাভারতের দ্রৌপদীর ভূমিকায় থাকা রূপা গঙ্গোপাধ্যায়ও৷

ভারতীয় টেলিভিশনে চিরকালীন সেরা ধারাবাহিকের মধ্যে অন্যতম হল 'মহাভারত'৷ লকডাউনে সেই ধারাবাহিক ফের চালু করেছে দূরদর্শন৷ বর্তমান প্রজন্ম, যারা দূরদর্শনের মহাভারত দেখার সুযোগ পায়নি, তারা তারিয়ে উপভোগ করছে ভারতভূমির এই মহাকাব্য৷ মহাভারত-এর শ্যুটিংয়ে শেষ দিন কেমন ছিল? সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল৷ শেয়ার করেছেন মহাভারতের দ্রৌপদীর ভূমিকায় থাকা রূপা গঙ্গোপাধ্যায়ও৷
advertisement
সে দিন মহাভারতের কলাকুশলী থেকে শুরু করে সবাই কেঁদেছিলেন৷ সবাই সবাইকে জড়িয়ে ধরেছিলেন৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, কৃষ্ণের ভূমিকায় থাকা নীতিশ ভরদ্বাজ অর্জুন অর্থাত্‍ ফিরোজ খানকে জড়িয়ে ধরে কাঁদছেন৷ রুপা গঙ্গোপাধ্যায়ও চোখের জল মুছছেন৷ দ্রৌপদীর সেই কস্টিউম পরেই তিনি সবাইকে আলিঙ্গন করছেন৷ চোখে জল৷
advertisement
ঝরঝর করে কাঁদছেন মহাভারতের সহ-পরিচালক রবি চোপড়াও৷ তাঁর কপালে তিলক৷ সেট ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে রূপার সঙ্গে কথা বলছেন পরিচালক বিআর চোপড়া৷ এই ভিডিও দেখে নেটিজেনদেরও চোখে জল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahabharat| অর্জুনকে জড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন কৃষ্ণ! মহাভারতের শেষ দিনের শ্যুটিং ভিডিও দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement