#মুম্বই: সারা দেশ জুড়েই চলছে লকডাউন। ঘরে বন্দি হয়ে রয়েছেন সেলেবরা। বন্দি দশায় তাঁরা কেউ গাইছেন গান, কেউ শরীরচর্চায় মেতেছেন। কেউ আবার বাড়ির কাজ করছেন। আর অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পুরনো ছবি শেয়ার করছেন।
সম্প্রতি মাধুরী দিক্ষিত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে মাধুরী তাঁর দিদির সংঙ্গে স্টেজে কত্থক নাচছেন। দু'জনকে হুবহু এক রকম দেখতে। মাধুরী এই ছবি পোস্ট করে লিখেছেন, " এই ছবিটা আমার জীবনের খুব সুন্দর এক স্মৃতিকে মনে করায়। আমি আর আমার দিদি সব সময় স্কুলের ডান্স কম্পিটিশনে অংশ নিতাম। আমার দিদিই আমার সবথেকে প্রিয় ডান্স পার্টনার।" এই ছবি শেয়ার হতেই ভাইরাল হয়। মাধুরী ছবিতে আরও লেখেন, " এই ছবিতে আমাদের দু'জনকে আলাদা করতে পারছো?" সঙ্গে সঙ্গে ফ্যানেরা মাধুরীকে চেনার চেষ্টা করে। অনেকে বলে, "আপনি পিছনে নাচছেন। আপনার দিদি সামনে।" তবে এতটা এক রকম দেখতে তাঁরা যে কোনও ভাবেই আলাদা করা সম্ভব না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Instagram, Madhuri Dixit Nene