‘পায়ের তলার জমি সরে যাচ্ছে...প্রার্থনায় সাড়া দিন ভগবান’, আকুল পোস্ট করলেন মান্যতা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#মুম্বই: একদিনের নোটিশে হঠাৎ সাজানো জীবন, সুখের সংসারটা কেমন ওলোটপালট হয়ে গিয়েছে । সম্প্রতি ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে বলি-অভিনেতা সঞ্জয় দত্তের । আর তারপর থেকেই দুই ছোট ছোট যমজ ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী মান্যতার জীবনটা কেমন যেন তালগোল পাকিয়ে গিয়েছে ।
সপ্তাহ দুয়েক আগে যখন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সঞ্জয় তখনও এমনটা কেউ কল্পনাও করেননি । সকলেই করোনা হয়েছে ভেবে আশঙ্কা করেছিলেন । কিন্তু পরীক্ষার ফল বেরতেই মাথায় হাত । স্টেজ থ্রি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা । চিকিৎসা করাতে সম্ভবত উড়ে যেতে হবে বিদেশে ।
এই খবর ছড়িয়ে পড়তেই আশাহত গোটা দেশের সিনেপ্রেমী মানুষরা । সঞ্জয়ের পরিবার আগেও বহুবার তছনছ হয়েছে এই মারণ রোগের খেলায় । তার থাবা থেকে রক্ষা পেলেন না সঞ্জু বাবাও । এর আগেও সঞ্জয়ের স্ত্রী মান্যতা সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে স্বামীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য শেয়ার করেছিলেন সকলের সঙ্গে, গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছিলেন । সকলকে তাঁদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন ।
advertisement
advertisement
advertisement
এ বার পোস্ট করলেন দুই ছেলে-মেয়ের ছবি । শাহরান আর ইকরা সঞ্জয়ের দ্বিতীয় পক্ষের দুই যমজ ছেলে-মেয়ে । তাদের বয়স মোটে ৯ বছর । তাদের হাসিখুশি ছবি দিয়ে মান্যতা লেখেন, ‘‘পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে...ক্রমশ যেন চোরাবালিতে তলিয়ে যাচ্ছি । ঈশ্বর তোমায় রক্ষা করুন... তোমার প্রার্থনায় সাড়া দিন ।’’
advertisement
advertisement
প্রতি বছর দত্ত পরিবারে খুব বড় করে হয় গণেশ পুজো । এ বার সেই ধূমধাম আর নেই । একে করোনা সংক্রমণে অনেক বিধিনিষেধ, তার উপর সঞ্জয়ের শারীরিক অবস্থা । তাই ছোট করেই গণেশ চতুর্থী পালন করেছেন সঞ্জয়-মান্যতা । তবে আয়োজন ছোট হোক বা বড়, বাপ্পার উপর বিশ্বাস আর ভরসা যে একই রয়েছে তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2020 12:46 PM IST