যমজ সন্তানের মা হলেন এই বলিউড অভিনেত্রী

২০০৯ সালে এক ধরণের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি ৷ ফলে সাধারণভাবে মা হওয়ার রাস্তায় নানা রকম সমস্যা দেখা দেয় ৷ তখনই সারোগেসির পরিকল্পনা করেছিলেন লিসা ও তাঁর স্বামী ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হলেন বলি-অভিনেত্রী লিসা রায় ৷ আজই এই খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন লিসা ৷ দুই মেয়ে সুফি আর সোয়েলির ছবিও পোস্ট করেন ৷ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ৷ ২০০৯ সালে এক ধরণের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি ৷ ফলে সাধারণভাবে মা হওয়ার রাস্তায় নানা রকম সমস্যা দেখা দেয় ৷ তখনই সারোগেসির পরিকল্পনা করেছিলেন লিসা ও তাঁর স্বামী ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে লিসা জানিয়েছেন, ‘‘এখন তাঁর জীবন যেন অন্য খাতে বইছে ৷ বাচ্চাদের খাওয়ানো, ন্যাপি চেঞ্জ করা, খেলা করা এই সবকিছুর পাশাপাশি নিজের যত্ন, কাজ, ঘোরাফেরা, বন্ধ‌ুদের সঙ্গে সময় কাটানো সবটাই সামলে চলতে হচ্ছে ৷’’ তবে মেয়েদের বাড়িতে নিয়ে আসার জন্য এখন উৎসুক হয়ে রয়েছেন লিসা ৷

    First published:

    Tags: Baby, Girls, Lisa Ray, Surrogacy, Twins