#মুম্বই: এই রে! গতকাল নাস্তায় আধ চামচ পাস্তা খাওয়া হয়ে গিয়েছিল, রাতে মা জোড় করে এক টুকরো আম খাইয়ে দিল! বলল, মরশুমের ফল খেতেই হয়! আজ অফিস ঢুকতে না ঢুকতেই বসের ঘরে তলব! চিনি দেওয়া চা! না করা গেল না! হয়ে গেল ক্যালরি ক্যালকুলেশনের দফারফা! এতক্ষণে ওয়েস্টলাইন নির্ঘাৎ আধ ইঞ্চি বেড়ে গিয়েছে! ধুত্তোর!
আর কতদিন এই ক্যালরির কচকচানি মাথায় নিয়ে ঘুরবেন? জীবন তো একটাই! উপভোগ করুন! বারুক না ওজন, ক্ষতি কী? সুস্থ থাকাটাই তো মোদ্যা কথা! ইলিশ দেখে মন কেমন কেমন, মাটনে মন টানে, অথচ ভুঁড়ির ভয়ে আপনি সবজি সেদ্ধতে সেঁটে!
আত্মাকে এত কষ্ট দেওয়ার কোনও মানে আছে? ফূর্তি করে বাঁচুন! খেতে ইচ্ছে করলে প্রাণ ভরে খান! চর্বি চর্চা করে মনই খারাপ হবে, ফল মিলবে না কিছুই! আর সবার মন জয় করতে সুন্দর ফিগার নয়, প্রয়োজন সুন্দর একটা মনের। আর এটাই জীবনের আদর্শ জাভেদ আখতার, শাবানা আজমির। বলিটাউনের অন্যতম আকর্ষক কাপল। ক্যালেন্ডারে তাঁদের বয়স বেড়েছে ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে তাঁরা চিরতরুণ! ঘরোয়া এক আড্ডায় ধরা পড়ল শাবানা আর জাভেদের চূড়ান্ত মজার এক মুহূর্ত! ডায়েটিং, ওজন কমানো, জিরো সাইজ ফিগারকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা গেয়ে উঠলেন,
স্বভাবসিদ্ধ রসিক মানুষ জাভেদ আখতার প্যারডি বানিয়েছেন 'পনছি বনু উড়তি ফিরু মস্ত গগন মে'-র । জাভেদ, শাবানার ফিলোসফি-
মজার এই গানের ভিডিও দেখতে ক্লিক করুন-