Bollywood News: ৫২ বছর বয়সে সিনেমায় অভিষেক! অমিতাভ বচ্চন থেকে শাহিদ, শাহরুখ... ২০০-র বেশি ছবিতে কাজ, না খেতে পেয়েই চলে গেলেন 'শোলে' ছবির এই 'অভিনেতা'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
'শোলে' ছবিতে রহিম চাচার ভূমিকায় তাঁর অভিনয় সবচেয়ে স্মরণীয়। তিনি ১৯৭০ এবং ৮০-এর দশকে 'নমক হারাম', 'শোলে' এবং 'অভিমান'-এর মতো অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
মুম্বই: ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন এবং বলিউডের বড় বাজেটের সব ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাম্মি কাপুর, সানি দেওল, শাহরুখ খান এবং শাহিদ কাপুর সহ-বহু প্রজন্মের অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন। কিন্তু অপরিসীম দারিদ্র্যে মারা যান তিনি। এই প্রয়াত অভিনেতা কে জানেন?
advertisement
advertisement
এই অভিনেতা অনেক বিখ্যাত হিন্দি ছবির এক পরিচিত মুখ ছিলেন। বলিউডে অভিষেকের আগে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই অভিনেতার নাম কিষাণ হাঙ্গাল, যিনি একে হাঙ্গাল নামেই বেশি পরিচিত। এ.কে. হাঙ্গাল ৫২ বছর বয়সে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন। তাঁর প্রথম ছবি ছিল তিসরি কসম যা ১৯৯৬ সালে মুক্তি পায়। ছবিতে তিনি রাজ কাপুরের দাদার ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। অনেক দেরিতে তারপরও দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। তিনি ‘শোলে’, ‘নমক হারাম’, ‘খুন ভরি মাং’, ‘জোর’, ‘পহেলি’, ‘লগান’ এবং দিল মাঙ্গে মোর-সহ অনেক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
advertisement
‘শোলে’ ছবিতে রহিম চাচার ভূমিকায় তাঁর অভিনয় সবচেয়ে স্মরণীয়। তিনি ১৯৭০ এবং ৮০-এর দশকে ‘নমক হারাম’, ‘শোলে’ এবং ‘অভিমান’-এর মতো অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। অমিতাভ বচ্চন ছাড়াও এ.কে. রাজেশ খান্নার সঙ্গেও অনেক কাজ করেছেন হাঙ্গল। তিনি রাজেশের সঙ্গে ‘আপ কি কসম’, ‘অমর দীপ’, ‘নৌকরি’, ‘থোডিসি বেওয়াফাই’ এবং ‘ফির ওয়াহি রাত’-এর মতো অনেক ছবিতে কাজ করেছেন। এ.কে. হাঙ্গালের ছেলে গণমাধ্যমের মাধ্যমে সাহায্যের জন্য আবেগঘন আবেদন জানিয়েছিলেন। এ.কে. হাঙ্গাল ২০১২ সালে মারা যান। তাঁর বয়স ৯৮ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 11:35 AM IST