ইশা-আনন্দের বিয়ের সময় বাজল উপহার হিসেবে পাঠানো লতা মঙ্গেশকরের বিশেষ গান

Last Updated:
#মুম্বই: রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির বিয়ে বলে কথা ৷ সেই বিয়ের আয়োজনটা যে জমকালো হবে, সেই কথা তো আর নতুন করে বলার কিছু নেই ৷ উদয়পুরে ইশা আম্বানির বিয়ের প্রি-ওয়েডিং সেলিব্রেশনের ছিল মস্ত আয়োজন ৷ উদয়পুরে উড়ে এসেছিলেন বিশ্বের তাবড় তাবড় কোম্পানির সিইও’রা ৷ হাজির ছিলেন হিলারি ক্লিনটন ৷
এমনকী ইশা ও আনন্দের সঙ্গীতের আসর মাতিয়েছিলেন গোটা বিশ্ব মাতানো গায়িকা বেয়ন্সে ৷ আর গোটা বলিউড তো হাজির ছিলই সেই অনুষ্ঠানে ৷ এরপর মুকেশ আম্বানির নিজস্ব বাসভবন অ্যান্টিলাতেই বসেছিল ইশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ের আসর ৷ আর সেখানেও হাজির ছিল বলিউডের সমস্ত তাবড় তারকারা ৷ হাজির হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিংয়ের মতো বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷
advertisement
এক্বেবারে গুজরাতি এবং হিন্দু বৈদিক মতে চার হাত এক হল মুকেশ ও নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা ও তাঁদের জামাতা আনন্দের ৷ এত লোকজন, এত জাঁকজমক ৷ তবুও বিয়ের অনুষ্ঠানটি ছিল এক্কেবারে নির্মল ৷ আর ইশা ও আনন্দের বিয়ে উপলক্ষ্যে ভালোবাসা ও আশীর্বাদের মোড়া এক অমূল্য উপহার পাঠালেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ কিছুদিন আগে শোনা গিয়েছিল সঙ্গীত থেকে বিদায় নিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
তবে ইশা ও আনন্দের বিয়ে উপলক্ষ্যে আরও একবার কন্ঠ ছাড়লেন ‘কোকিলকন্ঠী’৷ ইশা ও আনন্দের বিয়ে উপলক্ষ্যে গায়ত্রী মন্ত্র, গণেশ মন্ত্র গেয়ে পাঠালেন তিনি ৷ সঙ্গে পাঠালেন একটি বার্তা ৷ আর সেই রেকর্ডিংটিই চালানো হয়েছিল তাঁদের বিয়ের সময় ৷ সেই রেকর্ডিংটি চালানোর আগে অমিতাভ বচ্চন সেই গানটি সম্পর্কে উপস্থিত অতিথিদের দু’চার কথা পড়ে শোনান ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইশা-আনন্দের বিয়ের সময় বাজল উপহার হিসেবে পাঠানো লতা মঙ্গেশকরের বিশেষ গান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement