#মুম্বই: প্রকাশ ঝা-এর ২০১০-এর পলিটিক্যাল থ্রিলার 'রাজনীতি'তে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এবার আর ছোটখাট রোল নয়, এক্কেবারে পর্দা কাঁপানো নায়ক! মুক্তি পাচ্ছে লালু প্রতাপ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের ছবি 'রুদ্র-দ্য অবতার'। বলিউডে হিরো হিসেবে এটাই তাঁর প্রথম ছবি। ট্যুইটারে নিজেই সে'কথা ভাগ করে নিলেন ২৯ বছরের তেজপ্রতাপ। পোস্ট করলেন ছবির পোস্টারও। পোস্টারে নায়কের 'অ্যাংরি ইয়ং ম্যান' লুক, চোখে হালকা নীল অ্যাভিয়েটর। স্পষ্টই বোঝা যাচ্ছে ছবিতে মারকাটারি অ্যাকশন স্টান্ট করতে যাবে নায়ককে।
শীঘ্রই মুক্তি পাচ্ছে 'রুদ্র-দ্য অবতার'। এর আগে ভোজপুরি সিনেমা 'অপহরণ উদ্যোগ'-এ বিহারের মুখ্যমন্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপের।
আরও পড়ুন-বিদেশের রাস্তায় অমিতাভকে সলমন নামে সম্বোধন ! হতবাক শহেনশাহ