Kartik Aaryan: ৪.৫ কোটির গাড়ি চড়ে বেরিয়ে মাঝ রাস্তায় গড় হয়ে গাড়িকে প্রণাম করলেন কার্তিক!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
অনেক কষ্ট করে নিজের স্বপ্নের এই চার চাকাটি তিনি কিনেছেন । সেই প্রমাণ ধরা পড়ল তাঁর ভঙ্গিমাতেই ।
#মুম্বই: কার্তিক আরিয়ানের ফ্যানেদের জন্য দারুণ খবর। সোমবার অভিনেতা করোনামুক্ত হয়েছেন বলে খবর দিয়েছেন। আর তারপরেই ঘরে নিয়ে এলেন ৪.৫ কোটি মূল্যের নতুন সদস্যকে।
করোনা নেগেটিভ হয়ে কার্তিক ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছিলেন এই খবর। 'লভ আজ কাল' অভিনেতা একটি সূর্যস্নাত সেলফি শেয়ার করে লিখেছিলেন, ‘‘নেগেটিভ... ১৪ দিনের বনবাস শেষ... কাজে ফেরার পালা।’’ মজার ক্যাপশনের পাশাপাশি ছবিতে নিজের নাকের উপর আঙুল সমান্তরাল ভাবে রেখে নেগেটিভ সাইন দেখিয়েছেন অভিনেতা। করোনা আক্রান্ত হওয়ার পর কার্তিক বাড়িতে হোম কোয়ারান্টিনে ছিলেন ১৪ দিন।
advertisement
আর এ বার ‘বনবাস’ থেকে মুক্ত হয়েই বাড়িতে নিয়ে এলেন নতুন সদস্যকে, ৪.৫ কোটি টাকার ল্যাম্বরগিনি (Lamborghini Urus) । বলিউডে এই গাড়ি রয়েছে রণবীর সিং আর রোহিত শেট্টির । রণবীরের গাড়িটি বোল্ড রেড আর রোহিতেরটি হলুদ রঙের । তবে কার্তিকের ইতালিয়ান স্পোর্টস SUV গাড়িটি কালো রঙের ।
advertisement
advertisement
সেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে এ বার নিজেই জোড় হাত করে ল্যাম্বরগিনি’কে প্রণাম করলেন তিনি । অনেক কষ্ট করে নিজের স্বপ্নের এই চার চাকাটি তিনি কিনেছেন । সেই প্রমাণ ধরা পড়ল তাঁর ভঙ্গিমাতেই ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2021 3:29 PM IST