তাণ্ডব-এ ধর্মীয় ভাবাবেগে আঘাত! জিভ কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা কর্ণি সেনার

Last Updated:

হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগে শাস্তি স্বরূপ জিভ কেটে ফেললে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল মহারাষ্ট্রের কর্ণি সেনা।

#মুম্বই: বিতর্কে জড়িয়েছে আমাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ 'তাণ্ডব'। ইতিমধ্যেই মুম্বইয়ে পরিচালক আলি আব্বাস জাফারের বাড়িতে টহল দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ হিন্দু দেবদেবীদের অবমাননা করা হয়েছে এই সিরিজে। এবার এই বিতর্কে জড়ালো কর্ণি সেনা।
হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগে শাস্তি স্বরূপ জিভ কেটে ফেললে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল মহারাষ্ট্রের কর্ণি সেনা। এই দলের প্রধান অজয় সেনগার ঘোষণা করেছেন, "ওয়েবসিরিজে যারা হিন্দু দেবদেবীদের অপমান করেছে, তাদের জিভ কেটে আনতে পারলে আমরা ১ কোটি টাকা পুরস্কার দেব।"
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এই ওয়েবসিরিজের বিরুদ্ধে উত্তরপ্রদেশে তিনটি এফআইআর দায়ের হয়। তার পরে তাণ্ডব এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। কিন্তু কর্ণি সেনা প্রধানের মতে সেটা যথেষ্ট নয়। তাই এই ক্ষমা গ্রহণযোগ্যও নয়।
advertisement
advertisement
সম্প্রতি ওয়েবসিরিজের পরিচালক আলি আব্বাস জাফারের মুম্বইয়ের বাড়িতে পৌঁছয় উত্তরপ্রদেশের পুলিশ। আগামী ২৭ জানুয়ারি লখনউয়ের তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে পরিচালককে। এই নোটিশ দিতেই বৃহস্পতিবার যোগীর পুলিশ আলি আব্বাস জাফারের বাড়ি পৌঁছয়।‌
অভিযোগ এই সিরিজে পুলিশকর্মীদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং হিন্দু দেবদেবীদের অবমাননা করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী চরিত্রটিকেও ভুল ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ।
advertisement
এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন সইফ আলি খান, তিগমাংশু ধুলিয়া, দিনো মরিয়া, সুনীল গ্রোভার, মহম্মদ জিশান আয়ুব, গৌহর খান ও কৃতিকা কামরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
তাণ্ডব-এ ধর্মীয় ভাবাবেগে আঘাত! জিভ কেটে আনলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা কর্ণি সেনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement