• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কত টাকার কস্টিউম পরে জিমে যান করিনা?

কত টাকার কস্টিউম পরে জিমে যান করিনা?

Photo: Kareena Kapoor Khan

Photo: Kareena Kapoor Khan

তিনি করিনা কাপূর খান ৷ কাপূর পরিবারের লাডলি, আবার নবাব পরিবারের ঘরণী ৷ আদব-কায়দা, স্টাইলে, ফ্যাশনে, আভিজাত্যে তিনি যে নজরকাড়া হবেন, এ তো জানা কথাই ৷

 • Share this:

  #মুম্বই: তিনি করিনা কাপূর খান ৷ কাপূর পরিবারের লাডলি, আবার নবাব পরিবারের ঘরণী ৷ আদব-কায়দা, স্টাইলে, ফ্যাশনে, আভিজাত্যে তিনি যে নজরকাড়া হবেন, এ তো জানা কথাই ৷ আর বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টে লাইম লাইটে থেকেছেন করিনা ৷ তাই ফোটোশুট বা অন্য ইভেন্টের মতো তাঁর জিম সেশনও স্টাইলের সঙ্গেই বজায় রাখেন নায়িকা ৷

  তৈমুর হওয়ার আগে বেশ খানিকটা পুট অন করেছিলেন বেবো ৷ তবে মা হওয়ার কিছুদিন পর থকেই ফিরে এসেছেন চেনা রুটিনে ৷ প্রতিদিন নিয়ম করে জিমের সামনে দেখা যায় তাঁকে ৷ জিমেও তাঁর ফ্যাশন থাকে চোখে পড়ার মতো ৷ কোনওদিন ক্যাজুয়াল, কোনওদিন টাইটস, কোনওদিন হট প্যান্টে জিমে ওয়ার্কআউট করতে দেখা যায় করিনাকে ৷ সম্প্রতি ধূসর রঙের একটি টি-শার্ট ও কালো টাইটস পরেছিলেন নায়িকা ৷ সেই পোশাক নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা ৷ ‘গুচ্চি’র টাই-ডাই এসি/ডিসি সেই টি-শার্টটি ওয়াসড কটনে তৈরি ৷ এর ফেব্রিকের মধ্যে রয়েছে ছোট ছোট ছিদ্র ৷ এতে গরম ভাব অনুভব হয় ৷ যা বিশেষভাবে জিম সেশনের জন্যই তৈরি হয়েছে ৷

  আরও পড়ুন: বিগ বস ১২-র প্রথম প্রতিযোগী কে?

  কিন্তু এই অত্যাধুনিক জিম পোশাকটির দাম শোনার আগে একটা বড় ঝটকার জন্য প্রস্তুত হয়ে যান ৷ কারণ ‘গুচ্চি’র এই পোশাকটির দাম ৭২০ ডলার ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা দাঁড়ায় প্রায় ৪৬ হাজার টাকার মতো ৷

  First published: