নিজের সুন্দর ঠোঁটের রহস্য ফাঁস করলেন করিনা কাপুর খান !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
দিনে ১০০ বার শুধু ঠোঁট পাউট করেন করিনা।
#মুম্বই: করিনা কাপুর খান। বলিউডের নামি অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সইফ আলি খানকে বিয়ের পর কিছুটা কাজ কমিয়েছেন বেবো। তাছাড়া তৈমুরকেও দিতে হয় সময়। তবে সব কিছুর মধ্যেও করিনা শরীর চর্চা করতে কখনই ভোলেন না। কখনও জিরো ফিগার, তো কখনও হালকা চর্বিতে বেবো সব সময় মানানসই। করিনার ঠোঁটের আবেদন একেবারে অন্য রকম। শুধু ওই ঠোঁটেই বাজি রাখা যায় হাজার একটা জন্ম। তবে সুন্দর ঠোঁটের জন্য তাঁকে কসরতও করতে হয় যথেষ্ট।
কয়েক মাস আগেই করিনা ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। এর আগে সোশ্যাল মিডিয়া থেকে একেবারে দূরে ছিলেন। তবে প্রোফাইল খোলার সঙ্গে সঙ্গে নিজের জীবনের নানা কিছু তিনি পোস্ট করেন তাঁর অ্যাকাউন্টে। এবার তিনি জানালেন তাঁর পাউটি ঠোঁটের রহস্য। করিনা লিখেছেন, "আমার মনে হয়, ঠোঁটের ব্যায়াম আমি সব থেকে বেশি করি। দিনে ১০০ বার আমি শুধু পাউট করি।" এভাবেই ব্যায়াম করে নিজের ঠোঁটকে করে তুলেছেন মোহময়ী।
advertisement
View this post on InstagramI think my lips exercise the most... Well, I do atleast 100 pouts a day!
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2020 6:38 PM IST