#মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তাঁর অনুরাগীর সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। তবে তার পাশাপাশি অভিনেত্রীকে বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড (Kareena Kapoor trolled) হতে হয়েছে। বিভিন্ন বিষয়ের জন্যও সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি এমনই একটি ঘটনা ফের ঘটল। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি নাকি খুবই অহংকারী। একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে তাঁর আচরণে ক্ষুব্ধ নেটিজেন।
সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক সিকিউরিটি গার্ড উঠে দাঁড়িয়ে করিনাকে স্যালুট করছেন। কিন্তু অভিনেত্রী (Kareena Kapoor Khan) তাঁর সামনে দিয়ে গেলেও তাঁর দিকে ফিরেও তাকাননি। কোনও রকম গুরুত্বও দেননি করিনা। তাঁর এই আচরণেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাঁদের দাবি অভিনেত্রী খুবই 'ঘামান্ডি'। একজন লিখছেন, "সিকিউরিটি গার্ড আপনাকে স্যালুট জানালেন। কিন্তু আপনি তাঁকে অভিবাদনও জানালেন না।" আরেক জন আবার লিখছেন, "বাবারে আপনি কি অহংকারী! একবার এই বৃদ্ধ মানুষটাকে উত্তর দিলেন না। এর থেকেই বোঝা যায় আপনি মনের দিক থেকে কতটা নীচ।"
View this post on Instagram
করিনার (Kareena Kapoor Khan)অনুরাগীরা আবার দাবি করেছেন, অভিনেত্রী নাকি ওই সিকিউরিটি গার্ডকে দেখতে পাননি। তবে এই প্রথম নয়। এর আগেও নেটদুনিয়ায় বিভিন্ন বিষয়কে ঘিরে বিতর্কে জড়িয়েছেন করিনা। নিজের দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গিরের নামকরণ নিয়েও সমালোচিত হয়েছেন তিনি। কিছুদিন আগেই সীতার চরিত্রে নায়কের সমান পারিশ্রমিক চেয়েও ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। জানা যায় পারিশ্রমিক হিসেবে করিনা চেয়ে ছিলেন ১২ কোটি টাকা। বহু নেটিজেনের থেকে তিনি পেয়েছিলেন 'লোভী' তকমা। তাদের দাবি, সীতার মতো পৌরাণিক চরিত্রের জন্য এত টাকা পারিশ্রমিক চাওয়া করিনার ঠিক হয়নি। এমনকী, অনেকে আবার এর পিছনে সইফ আলি খান (Saif Ali Khan) ও তাঁর ধর্মকেও দায়ী করেছেন এবং তির্যক মন্তব্য করেছেন। তবে সেই সব ট্রোলিং-এ খুব একটা কান দেননি করিনা। সেই চরিত্রে অবশেষে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত।
আরও পড়ুন-একদিনের জন্য এনসিবির হেফাজতে শাহরুখ পুত্র, আজই জমা পড়তে পারে জামিনের আবেদন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kareena Kapoor Khan