শেষমেশ রণবীর সিং করিনার 'বাবা' ?
Last Updated:
#মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু হওয়া বেশ কঠিন! আর যদি একই প্রজন্মর হয়, তো কথাই নেই! সামনে 'স্মাইল' পিছনে 'কেচ্ছা'! কিন্তু এই ইঁদুর দৌড়ের মধ্যেও বলিটাউনে রণবীর সিং আর করিনা কাপুর খানের বন্ধুত্ব অটুট রয়েছে। একে অপরের কাজের প্রশংসা, সমালোচনা দুইই করেন ! কিন্তু এবার সেই রণবীরকেই আচমকা ‘বাবা’ বললেন করিনা!
করিনার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি কোলাজ শেয়ার হয়েছে। সেকানে রয়েছেন রণবীর আর ছোটে নবাব তৈমুর আলি খান। দু’জনের পরণেই ট্র্যাকস্যুট। সেই ছবির ক্যাপশনে করিনা লিখেছেন, ‘বড় বাবা আর ছোট বাবাকে ট্র্যাকস্যুট পরে দারুণ লাগছে। আমি রণবীর আর তৈমুরকে এক সঙ্গে দেখতে চাই।’ কিন্তু ভাল বন্ধু রণবীরকে হঠাৎ কেন ‘বাবা’ সম্বোধন করলেন বেবো ? সে ব্যখ্যা অবশ্য দেননি।
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2019 7:15 PM IST