‘ভুলো না ভাটরাই তোমাকে লঞ্চ করেছিল’, কঙ্গনাকে পাল্টা দিলেন মহেশ-কন্যা পূজা ভাট

Last Updated:

কঙ্গনা এ দিন বলেন, ‘‘সকলেই জানেন, মহেশ ভাট নতুন প্রতিভাদের কাজ করাতেন বিনা পয়সায় কাজ করিয়ে নেওয়ার জন্য ।’’

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষণ বিতর্ক চলছেই । করণ জোহর থেকে ভাট পরিবার, অন্যদিকে খান ভাইরা সকলেই রয়েছেন এই হিটলিস্টে । সুশান্তের মৃত্যুর পর থেকে একাধিকবার বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত সরব হয়েছেন সুশান্ত-রিয়ার সম্পর্কে মহেশ ভাটের ‘নাকগলানো’ নিয়ে । এমনকি তাঁকে কাজ করিয়ে টাকা না দেওয়ার মতো মারাত্মক অভিযোগও তিনি এনেছিলেন ভাট ব্যানারের বিরুদ্ধে ।
advertisement
advertisement
এ বার সেই সব প্রশ্নের উত্তরে মুখ খুললেন মহেশ ভাটের প্রথম পক্ষের কন্যা পূজা ভাট । ট্যুইটারে এ দিন পূজা বলেন, ‘‘বলিউডে স্বজনপোষণ একটা হট টপিক, যা নিয়ে লোকে এত কথা বলছেন । এমন একটি পরিবার থেকে এসে আমি বলতে পারি, আমাদের পরিবার বহু প্রতিভাবান অভিনেতা, সঙ্গীতশিল্পী, কলাকুশলীদের সুযোগ দিয়েছে। তাই এখন এসব কথা শুনে আমার হাসি পাচ্ছে। এগুলো সব কল্পকাহিনী ।’’ এরপর আবার কঙ্গনা’কে একহাত নিয়ে পূজা বলেন, ‘‘কঙ্গনার সম্বন্ধে যদি বলতে হয় তা হলে বলব ও খুবই প্রতিভাবান, আর জন্যই বিশেষ ফিল্মস ওকে ‘গ্যাংস্টার’-এ লঞ্চ করেছিল । হ্যাঁ, অনুরাগ বসু ওকে আবিষ্কার করে এটা ঠিক, কিন্তু বিশেষ (Vishesh Films) ফিল্মস তাঁর পাশে দাঁড়িয়েছিল এবং বিনিয়োগ করেছিল । এটা কোনও ছোট ব্যাপার নয় । কঙ্গনাকে জীবনের সবক্ষেত্রে সফল হওয়ার শুভেচ্ছা জানাই ।’’
advertisement
advertisement
এখানেই শেষ নয়, পূজা অন্য আরও একটি ট্যুইটে লেখেন, ‘‘একটা সময় ছিল, যখন লোকে বলত ভাটরা শুধুই উঠতি তারকাদের প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার জন্য কাজ করেন । স্টারদের পিছনে তাঁরা দৌড়ন না । এখন সেই সব লোকেরাই নেপোটিজমের অভিযোগ তুলছেন! লোকজন কিছু না ভেবেই গুগল আর ট্যুইট করেন, যা খুশি বলেন ।’’
advertisement
advertisement
পূজা ভাটের এ ধরনের মন্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েননি কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা পূজার ট্যুইটের উত্তরে লেখেন, ‘‘আমার প্রতিভা নজরে পড়েছিল অনুরাগ বসুর। আর সবাই জানে মুকেশ ভাট নতুন শিল্পীদের টাকা দেন না। নতুন প্রতিভাদের বিনামূল্যে কাজ করিয়ে নেন। তবে তাঁর অর্থ এই নয় যে তোমার বাবা কাউকে চটি ছুড়ে মারার অধিকার পেয়ে যাবেন।’’
advertisement
এখানেও থামেননি কঙ্গনা । সুশান্ত আর রিয়ার মাঝে কেন মহেশ ভাট উপযাজক হয়ে পরামর্শ দিতে গিয়েছিলেন, কেন বলেছিলেন সুশান্তের করুণ পরিণতি হবে... সে কথা তুলেও পূজা’কে আক্রমণ করেন কঙ্গনা ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ভুলো না ভাটরাই তোমাকে লঞ্চ করেছিল’, কঙ্গনাকে পাল্টা দিলেন মহেশ-কন্যা পূজা ভাট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement