‘ভুলো না ভাটরাই তোমাকে লঞ্চ করেছিল’, কঙ্গনাকে পাল্টা দিলেন মহেশ-কন্যা পূজা ভাট

Last Updated:

কঙ্গনা এ দিন বলেন, ‘‘সকলেই জানেন, মহেশ ভাট নতুন প্রতিভাদের কাজ করাতেন বিনা পয়সায় কাজ করিয়ে নেওয়ার জন্য ।’’

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষণ বিতর্ক চলছেই । করণ জোহর থেকে ভাট পরিবার, অন্যদিকে খান ভাইরা সকলেই রয়েছেন এই হিটলিস্টে । সুশান্তের মৃত্যুর পর থেকে একাধিকবার বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত সরব হয়েছেন সুশান্ত-রিয়ার সম্পর্কে মহেশ ভাটের ‘নাকগলানো’ নিয়ে । এমনকি তাঁকে কাজ করিয়ে টাকা না দেওয়ার মতো মারাত্মক অভিযোগও তিনি এনেছিলেন ভাট ব্যানারের বিরুদ্ধে ।
advertisement
advertisement
এ বার সেই সব প্রশ্নের উত্তরে মুখ খুললেন মহেশ ভাটের প্রথম পক্ষের কন্যা পূজা ভাট । ট্যুইটারে এ দিন পূজা বলেন, ‘‘বলিউডে স্বজনপোষণ একটা হট টপিক, যা নিয়ে লোকে এত কথা বলছেন । এমন একটি পরিবার থেকে এসে আমি বলতে পারি, আমাদের পরিবার বহু প্রতিভাবান অভিনেতা, সঙ্গীতশিল্পী, কলাকুশলীদের সুযোগ দিয়েছে। তাই এখন এসব কথা শুনে আমার হাসি পাচ্ছে। এগুলো সব কল্পকাহিনী ।’’ এরপর আবার কঙ্গনা’কে একহাত নিয়ে পূজা বলেন, ‘‘কঙ্গনার সম্বন্ধে যদি বলতে হয় তা হলে বলব ও খুবই প্রতিভাবান, আর জন্যই বিশেষ ফিল্মস ওকে ‘গ্যাংস্টার’-এ লঞ্চ করেছিল । হ্যাঁ, অনুরাগ বসু ওকে আবিষ্কার করে এটা ঠিক, কিন্তু বিশেষ (Vishesh Films) ফিল্মস তাঁর পাশে দাঁড়িয়েছিল এবং বিনিয়োগ করেছিল । এটা কোনও ছোট ব্যাপার নয় । কঙ্গনাকে জীবনের সবক্ষেত্রে সফল হওয়ার শুভেচ্ছা জানাই ।’’
advertisement
advertisement
এখানেই শেষ নয়, পূজা অন্য আরও একটি ট্যুইটে লেখেন, ‘‘একটা সময় ছিল, যখন লোকে বলত ভাটরা শুধুই উঠতি তারকাদের প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার জন্য কাজ করেন । স্টারদের পিছনে তাঁরা দৌড়ন না । এখন সেই সব লোকেরাই নেপোটিজমের অভিযোগ তুলছেন! লোকজন কিছু না ভেবেই গুগল আর ট্যুইট করেন, যা খুশি বলেন ।’’
advertisement
advertisement
পূজা ভাটের এ ধরনের মন্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েননি কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা পূজার ট্যুইটের উত্তরে লেখেন, ‘‘আমার প্রতিভা নজরে পড়েছিল অনুরাগ বসুর। আর সবাই জানে মুকেশ ভাট নতুন শিল্পীদের টাকা দেন না। নতুন প্রতিভাদের বিনামূল্যে কাজ করিয়ে নেন। তবে তাঁর অর্থ এই নয় যে তোমার বাবা কাউকে চটি ছুড়ে মারার অধিকার পেয়ে যাবেন।’’
advertisement
এখানেও থামেননি কঙ্গনা । সুশান্ত আর রিয়ার মাঝে কেন মহেশ ভাট উপযাজক হয়ে পরামর্শ দিতে গিয়েছিলেন, কেন বলেছিলেন সুশান্তের করুণ পরিণতি হবে... সে কথা তুলেও পূজা’কে আক্রমণ করেন কঙ্গনা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ভুলো না ভাটরাই তোমাকে লঞ্চ করেছিল’, কঙ্গনাকে পাল্টা দিলেন মহেশ-কন্যা পূজা ভাট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement