দিদি আর ভাইবোনদের জন্য ৪ কোটি দিয়ে ৪টি বাড়ি কিনে দিলেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

চণ্ডীগড়ের অভিজাত পল্লিতে দিদি রঙ্গোলি-সহ চার ভাইবোনের জন্য ৪টি ফ্ল্যাট কিনে দিলেন কঙ্গনা । যার দাম পড়ল ৪ কোটি টাকার কাছাকাছি ।

#মুম্বই: ভাইবোনদের জন্য এতটা ভালবাসা! তারকাদের জীবনে শুধু কেন, সাধারণ মানুষের জীবনেও খুব একটা বেশি দেখা যায় না । আজকাল নিজের স্বার্থ নিয়ে সকলেই একটু বেশি চিন্তিত । কিন্তু সেই স্বার্থসর্বস্ব যুগে কঙ্গনা যা করলেন, তা দেখে তো চোখ কপালে উঠছে অনেকেরই ।
কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেলের সঙ্গে নায়িকার যে গলায় গলায় ভাব তা সকলেই জানেন । কিন্তু তুতো ভাইবোনদেরও যে চোখে হারান ক্যুইন, তা অনেকেরই জানা ছিল না । এ বার রানাওয়াত ভাইবোনদের সম্পর্কের বাঁধুনি যে কতটা দৃঢ়, তা পরিষ্কার হল অনেকের কাছেই ।
চণ্ডীগড়ের অভিজাত পল্লিতে দিদি রঙ্গোলি-সহ চার ভাইবোনের জন্য ৪টি ফ্ল্যাট কিনে দিলেন কঙ্গনা । যার দাম পড়ল ৪ কোটি টাকার কাছাকাছি । আসলে, হিমাচলের পাহাড়ি এলাকার বাসিন্দা কঙ্গনার ভাইবোনদের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শহরের মধ্যে, বিলাসবহুল বাড়িতে থাকার । ভাইবোনদের সেই স্বপ্নই পূরণ করতে খানিকটা সাহায্য করলেন নায়িকা । চণ্ডীগড় বিমানবন্দরের একেবারে কাছে, অত্যন্ত হাইপ্রোফাইল একটি এলাকায় এই চারটি বাড়ি কিনেছেন কঙ্গোনা । বাড়ির সামনেই রয়েছে বিরাট বিরাট শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল-সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা ।
advertisement
advertisement
advertisement
ট্যুইটারে এই খবরের সত্যতা জানিয়ে কঙ্গোনা লেখেন, ‘‘আমি সবসময় সকলকে বলি, আমাদের যা আছে তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত । এতে আনন্দ বাড়ে । অ্যাপার্টমেন্ট গুলি ২০২৩ সালে আমরা হাতে পাব । আমি নিজে ভীষণ ভাগ্যবতী, যে আমার পরিবারের জন্য এ টুকু আমি করতে পারছি ।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দিদি আর ভাইবোনদের জন্য ৪ কোটি দিয়ে ৪টি বাড়ি কিনে দিলেন কঙ্গনা রানাওয়াত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement