• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিয়ের আগেই অপ্রত্যাশিত গর্ভাবস্থা, প্রথম ২ মাস কোনও অনুভূতিই ছিল না, জানালেন কল্কি

বিয়ের আগেই অপ্রত্যাশিত গর্ভাবস্থা, প্রথম ২ মাস কোনও অনুভূতিই ছিল না, জানালেন কল্কি

 • Share this:

  #মুম্বই: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ মাস কয়েক আগে এ কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র নায়িকা কল্কি ৷ সম্ভবত জানুয়ারি মাসেই নিজের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী ৷ কিন্তু প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার অনুভূতিটা কেমন ছিল তাঁর ? সম্প্রতি সে বিষয়েই মুখ খুললেন কল্কি ৷ একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, প্রথম যখন প্রেগন্যান্সির ব্যাপারে তিনি জানতে পারেন তখন সেই অনুভূতিটা তাঁর মোটেও ভাল ছিল না ৷ অপ্রত্যাশিত এই প্রেগন্যান্সিতে তাঁর বিরক্ত লাগত ৷ এমনকি প্রথম দু’মাস তাঁর কোনও অনুভূতিও আসেনি ৷ তারপর সন্তানের প্রথম হৃদস্পন্দন পাওয়া পর থেকেই তাঁর জীবনটা বদলে যেতে শুরু করে ৷ তবে মা হলেও এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে তিনি ভাল আছেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে গাই আরও বেশি করে তাঁর খেয়াল রাখতে শুরু করেছেন বলেও জানান কল্কি। ওয়াটার বার্থের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দিতে চান কল্কি ৷

  Published by:Simli Raha
  First published: