• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ৮ মাসের গর্ভাবস্থা! কালো অন্তর্বাস পরে খোলামেলা ছবি পোস্ট করেলন অন্তঃসত্ত্বা নায়িকা

৮ মাসের গর্ভাবস্থা! কালো অন্তর্বাস পরে খোলামেলা ছবি পোস্ট করেলন অন্তঃসত্ত্বা নায়িকা

এখন নায়িকা সাড়ে ৮ মাসের প্রেগন্যান্ট ৷ ঘরে নতুন সদস্য আসবে আর কয়েকদিনের মধ্যেই ৷

এখন নায়িকা সাড়ে ৮ মাসের প্রেগন্যান্ট ৷ ঘরে নতুন সদস্য আসবে আর কয়েকদিনের মধ্যেই ৷

এখন নায়িকা সাড়ে ৮ মাসের প্রেগন্যান্ট ৷ ঘরে নতুন সদস্য আসবে আর কয়েকদিনের মধ্যেই ৷

 • Share this:

  #মুম্বই: বিয়ে এখনও হয়নি ৷ জানুয়ারি মাসে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন নায়িকা কল্কি কোয়েচলিন ৷ এই নিয়ে অনেকবার ট্রোলড হয়েছেন তিনি ৷ তবে তাতে বিশেষ কর্ণপাত করেননি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ বা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র নায়িকা ৷ বয়ফ্রেন্ড গাই হার্শবার্গের সঙ্গে প্রায় বছর দুই প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর ৷ তিনিই কল্কির সন্তানের বাবা ৷ কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, অপ্রত্যাশিত মাতৃত্ব হওয়ায় প্রথম দু’মাস তিনি মাতৃত্বের কোনও স্বাদ অনুভব করেননি ৷ তবে বাচ্চার হার্টবিট শোনার পর তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন ৷ এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল কল্কির ৷ তবে সে সম্পর্ক টেঁকেনি ৷ এখন নায়িকা সাড়ে ৮ মাসের প্রেগন্যান্ট ৷ ঘরে নতুন সদস্য আসবে আর কয়েকদিনের মধ্যেই ৷ গতকালই নতুন একটি ছবি পোস্ট করেছেন কল্কি ৷ কালো রঙের স্পোর্টস ব্রা আর কালো শর্টস পরে রয়েছেন তিনি ৷ শেষ মাসের গর্ভাবস্থা চলছে তাঁর ৷ নিজের বেবি বাম্পকে দু’হাতে ধরে মিষ্টি হেসে পোজ দিয়েছেন তিনি ৷ প্রেগন্যান্সি গ্লো যেন কল্কির চেহারা আরও সুন্দর করে দিয়েছে ৷

  Published by:Simli Raha
  First published: