আত্মহত্যা করতে চেয়েছিলাম, জীবনের এক কালো অধ্যায় নিয়ে মুখ খুললেন জয়া প্রদা

Last Updated:
#মুম্বই: ‘‘তখন মনে হয়েছিল মরে যাই ৷ এক ফোঁটাও বেঁচে থাকার ইচ্ছে ছিল না আত্মহত্যা করতে চেয়েছিলাম ৷’’দশবছর আগের সেই কালো দিনগুলো আজও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় বলিউড অভিনেত্রী জয়া প্রদাকে ৷
ছবি বিকৃত করে, তাঁকে যে চরম হেনস্থা করা হয়েছিল সে কথা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী ৷ জয়া তখন সমাজবাদী পার্টি করেন, ২০০৯ সাল। জয়া প্রদার একগুচ্ছ ছবি 'মরফেড' করে ছড়িয়ে দেওয়া হয় ইন্টারনেটে।
জয়া বলেন,‘‘ওই বিকৃত সাজানো ছবিগুলো দেখে দিনরাত কেঁদেছি। আমার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল। আত্মহত্যা করতে চেয়েছিলাম।’’সে সময় একজনকেও তিনি পাশে পাননি বলেও অভিযোগ করেন তিনি।
advertisement
advertisement
এই ঘটনায় তাঁরই সহকর্মী, সমাজবাদী পার্টির আর এক নেতা আজম খানকে কাঠগড়ায় তোলেন জয়া। তাঁর অভিযোগ, এই গোটা ঘটনার নেপথ্যে ছিল আজম খান। আজম খানের বিরুদ্ধে তাঁর অভিযোগ এখানেই শেষ নয়। বলিউডের এই অভিনেত্রী বলেন, সমাজবাদী পার্টি করার সময় আজম খান আমাকে নানা ভাবে বার বার হেনস্থা করেছেন। এমনকী আমাকে টার্গেট করে অ্যাসিড অ্যাটাকেরও চেষ্টা করেছিলেন। সে সময় আমার এমন অবস্থা হয়েছিল, পরদিন বাঁচব এই নিশ্চয়তাটুকু ছিল না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মহত্যা করতে চেয়েছিলাম, জীবনের এক কালো অধ্যায় নিয়ে মুখ খুললেন জয়া প্রদা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement