#মুম্বই: সম্প্রতি দিল্লির হিংসা এবং আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুর পর ফের পুলিশকে ট্যুইটারে আক্রমণ করলেন জাভেদ আখতার। তিনি ট্যুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিলেন। তিনি লিখেছেন, " দিল্লি জ্বলছে, মরছে মানুষ, দোকানপাটে লুটপাট চলছে। আর দিল্লি পুলিশ একটা বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। খুঁজছে সেই বাড়ির মাইলককেই। কারণ তাঁর নাম তাহির ! দিল্লি পুলিশের এই কাজ দেখে অবাক হচ্ছি।" এই ট্যুইটের পর থেকেই নেটিজেনরা অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করে যাচ্ছে।
So many killed , so many injured , so many house burned , so many shops looted so many people turned destitutes but police has sealed only one house and looking for his owner . Incidentally his name is Tahir . Hats off to the consistency of the Delhi police .
— Javed Akhtar (@Javedakhtarjadu) February 27, 2020
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে প্রথম থেকেই জোরদার প্রতিবাদ শুরু করেন জাভেদ আখতার। নাগরিকত্ব আইনের প্রতিবাদ নিয়ে যখন দিল্লি উত্তপ্ত হয়ে ওঠে, তখনই এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন জাভেদ আখতার। যা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এরপরই আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুতে আপ বিধায়ক তাহির হুসেনের নাম সামনে আসার পর শুরু হয়ে যায় আরও শোরগোল। তখনই বিষয়টি নিয়ে ফের কথা বলেন জাভেদ আখতার। তবে নেটিজেনদের আক্রমণে ভয় পাওয়ার মানুষ নন জাভেদ আখতার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Javed Akhtar, Tahir Hussain, Tweet