Home /News /entertainment /
অবশেষে মায়ের সঙ্গে মেয়ের দেখা ! 'আর ছাড়ব না'... শ্রীদেবীর হাত জড়িয়ে ধরলেন জাহ্নবী

অবশেষে মায়ের সঙ্গে মেয়ের দেখা ! 'আর ছাড়ব না'... শ্রীদেবীর হাত জড়িয়ে ধরলেন জাহ্নবী

দেড় বছর পর মায়ের সঙ্গে মেয়ের দেখা

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: প্রায় দেড় বছর হয়ে গেল তিনি নেই! আসমুদ্র হীমাচলকে কাঁদিয়ে চলে গেলেন 'ধকধক গার্ল' শ্রীদেবী! একা করে গেলেন দুই মেয়ে জাহ্নবী, খুশী ও স্বামী বণি কাপুরকে।

  শ্রীদেবীর সঙ্গে দেখা করতেই মঙ্গলবার বাবাকে নিয়ে সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছিলেন জাহ্নবী ও খুশি। বুধবার সকালে সিঙ্গাপুরের 'মাদাম তুসো' মিউজিয়ামে মায়ের মূর্তি উন্মোচন করলেন জাহ্নবী। ছুঁয়ে দেখলেন হাত। আবেগঘন সেই মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চোখের জল ধরে রাখতে পারলেন না নেটিজেনরা।

  দেখুন সেই আবেগময় মুহূর্তের ভিডিও--

  First published:

  Tags: Janhvi, Madame Tussauds, Sridevi