অসুস্থ হয়েও মেকআপ ভ্যানে উপভোগ ‘অপছন্দের তাসখেলা’, ইরফানের ভিডিয়ো শেয়ার করে আবেগী সুতপা

Last Updated:

ইরফান (Irrfan Khan) তাঁকে ছেড়ে চলে গিয়েছেন ৷ ইরফান তাঁর কাছে আছেন ৷ দুই-ই সত্যি সুতপার (Sutapa Sikdar) কাছে ৷

মুম্বই : ইরফান (Irrfan Khan) তাঁকে ছেড়ে চলে গিয়েছেন ৷ ইরফান তাঁর কাছে আছেন ৷ দুই-ই সত্যি সুতপার (Sutapa Sikdar) কাছে ৷ তিনি শুধু জীবনসঙ্গী নন ৷ ছিলেন সুতপার জীবনসংগ্রামের দোসর ৷ সহযোদ্ধাকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনতে পারেননি ৷ কিন্তু দু’জনে একসঙ্গে কাটানো মুহূর্তের, বহু যুদ্ধের সুখস্মৃতি সুতপার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবেন না ৷
সেই ঝাঁপি খুঁজে সুতপা শেয়ার করেছেন একটি সুখস্মৃতি ৷ শেয়ার করেছেন বছর তিনেক আগের একটি পুরনো ভিডিয়ো ৷ সে সময় তাঁরা গিয়েছিলেন লন্ডনে৷ ইরফানের  ছবি ‘অংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং উপলক্ষে ৷ সে দিন শরীরটা বিশেষ ভাল ছিল না ইরফানের ৷ তবু তাঁকে বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না ৷ দিব্যি খোশমেজাজে ছিলেন মেকআপ ভ্যানে ৷ তারিয়ে তারিয়ে কিছু একটা খাচ্ছিলেনও ৷
advertisement
বাকিরা সময় কাটাচ্ছিলেন তাস খেলে ৷ সুতপা লিখেছেন, ‘‘ইরফান তাসখেলা ঘৃণা করতেন ৷ কিন্তু নিরবচ্ছিন্নভাবে বইপড়ার ফাঁকে ফাঁকে আমাদের তাসখেলা দেখে গেল ৷’’ মেক আপ ভ্যানের এই খণ্ড অবসরের ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছিল ‘উড়ে জব জব জুলফেঁ তেরি’৷ দিলীপকুমার-বৈজয়ন্তীমালা অভিনীত ‘নয়া দৌড়’ ছবিতে মহম্মদ রফি-আশা ভোঁসলের ডুয়েট যে ইরফান  উপভোগ করছিলেন, বলে দিচ্ছিল তাঁর শরীরী ভঙ্গিমাই ৷ ভিডিয়োর মাঝেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কী মিষ্টি গান না ইরফান!’ উত্তরে কিছু না বলে হাসিমুখে সম্মতি জানান তিনি ৷
advertisement
advertisement
‘অংরেজি মিডিয়াম’ মুক্তি পেয়েছিল গত বছর ১৩ মার্চ ৷ আর মারণরোগে ইরফান চলে গিয়েছিলেন ৩০ এপ্রিল ৷ তাঁর সঙ্গে সুতপার পরিচয় আটের দশকের শেষে, দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ৷ ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে সহপাঠী থেকে তাঁরা হয়ে ওঠেন একে অন্যের ভরসার পরিপূরক ৷
সুতপার জন্য ধর্মান্তরিত হতেও আপত্তি ছিল না ৷ কিন্তু তার প্রয়োজন পড়েনি ৷ দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয় ১৯৯৫ সালে ৷ নিজেকে অভিনেতা ছাড়া অন্য কিছু ভাবতেন না ‘দ্য লাঞ্চবক্স’-এর প্রধান মুখ ৷ শেষ দিকে নামের পাশ থেকে বাদ দিয়েছিলেন ‘খান’, লিখতেন শুধুই ‘ইরফান’৷
advertisement
জীবনে সাফল্যের কৃতিত্ব দিতেন স্ত্রী সুতপাকে ৷ শুধু স্ত্রী নন ৷ সুতপা ছিলেন তাঁর শ্রেষ্ঠ বন্ধুও ৷ কেরিয়ারের শুরু থেকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ৷ প্রথম থেকেই সুতপা চেয়েছিলেন সংলাপ লিখবেন, প্রযোজনা করবেন ৷ ইরফানের ইচ্ছে ছিল অভিনয়ই ৷ ইরফানের  ‘করীব করীব সিঙ্গল’ ও ‘মাদারি’ ছবির প্রযোজক ছিলেন সুতপা ৷ এছাড়া অন্য ছবির সংলাপও লিখেছেন এই বাঙালিনী ৷
advertisement
অসুস্থ ইরফান বলতেন, সুতপার মতো শুশ্রূষাকারী বিরল ৷ আর এক বার সুযোগ পেলে স্ত্রীর জন্যই বাঁচতে চান ৷
সুতপা বিশ্বাস করেন, তাঁর যাপনে ইরফান নিত্য বহমান ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অসুস্থ হয়েও মেকআপ ভ্যানে উপভোগ ‘অপছন্দের তাসখেলা’, ইরফানের ভিডিয়ো শেয়ার করে আবেগী সুতপা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement