শরীরে তোয়ালে জড়িয়ে কী করছেন সানি, আবার কী তবে পর্ন ছবি!

Last Updated:
#মুম্বই: সানি লিওন মানেই একটা ঝড়। পর্ন দুনিয়ার সুপারস্টার থেকে বলিউডেও তিনি রাজত্ব করছেন। তাঁর শরীরের আবেদনে গোটা দুনিয়া মাতাল। তবে তিনি শুধু াবেদন দেখিয়েই থেমে নেই, অভিনয়টাও ভালই শিখে ফেলেছেন। আমির খান থেকে শুরু করে শাহরুখ খান সবার সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ ভাল। আর হবেই না বা কেন? মেয়েটির স্বভাব যে ভারি মিষ্টি।
তবে এ কী করছেন তিনি? তোয়ালে গায়ে জড়িয়ে কাকে বলছেন, প্লিজ কথা বন্ধ করুন। তাঁর ভিডিও তিনি নিজেই টুইট্যারে শেয়ার করেন। তারপর থেকেই একটাই কথা ঘুরছে, তিনি কী তবে আবার পর্ন ছবি করছেন? ----
advertisement
Sorry guys! @DanielWeber99 is out of control!!
বাংলা খবর/ খবর/বিনোদন/
শরীরে তোয়ালে জড়িয়ে কী করছেন সানি, আবার কী তবে পর্ন ছবি!
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement