হোম /খবর /বিনোদন /
Holi 2021: রঙে-আবীরে মাখামাখি ছোট্ট সুহানা-অনন্যা-সানায়া, ভাইরাল হল ছবি

Holi 2021: রঙে-আবীরে মাখামাখি ছোট্ট সুহানা-অনন্যা-সানায়া, ভাইরাল হল ছবি

হোলির রঙে রঙিন তিন বান্ধবী । ছবি- ইনস্টাগ্রাম।

হোলির রঙে রঙিন তিন বান্ধবী । ছবি- ইনস্টাগ্রাম।

ছবিটি তাঁদের ছোটবেলার । সেই ছবিতে খুদে সুন্দরীরা সকলেই হোলির পোশাক পরে রয়েছেন । সকলেই মজে রয়েছেন হোলি পার্টিতে ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বাবা-মায়েদের জুতোয় এ বার ধীরে ধীরে পা গলাচ্ছেন বলিউডের উঠতি নতুন প্রজন্ম । নেপোটিজম নিয়ে বিতর্ক যতই হোক না কেন, বলিপাড়ার অন্দরে এর শিকড় অনেক গভীরে । তাই স্টার কিডদের বেশিরভাগের ডেস্টিনেশনই যে সিলভার স্ক্রিনের রঙিন দুনিয়া...তা এক প্রকার সকলেরই জানা ।

বলিউডে কাপুর সিস্টারদের গার্লস গ্যাং বহুল চর্চিত । করিনা, করিশ্মা, মালাইকা, অমৃতাদের দলটি বেশ হ্যাপেনিং । এদের সঙ্গে কখনও সখনও যোগ দেন সোনম কাপুর আর শ্রীদেবীর দুই কন্যাও । আবার এই পরিবারের হবু বৌমা আলিয়া ভাট এবং ঋষি-কন্যা ঋদ্ধিমা কাপুর সাহানিও রয়েছেন এই তালিকায় । অন্যদিকে, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, কিং খানের স্ত্রী গৌরি খানদের রয়েছে অন্য একটি গার্লস গ্যাং ।

আর এখন ধীরে ধীরে প্রচারের আলোয় আসছে সুহানা-অনন্যাদের গ্যাংটিও । এই দলে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা, সঞ্জয় কাপুর-মাহিম কাপুরের মেয়ে সানায়া কাপুরও । ছোট থেকেই এরা খুব বাল বন্ধু । প্রায় সমবয়সী এই স্টার কিডদের বেড়ে ওটাও প্রায় একইসঙ্গে । তাই এদের বন্ডিংটাও খুব জোরদার ।

চার জনের এই দলের থেকে এখনও পর্যন্ত বলিউডে পুরোপুরি ভাবে এন্ট্রি নিয়েছেন একজনই । তিনি চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে । ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার ২’ দিয়ে বি-টাউনে হাতেখড়ি হয়েছিল অনন্যার । শাহরুখের মেয়ে সুহানা মঞ্চে অভিনয় করেছেন । শর্ট ফিল্মও করেছেন । তবে বলিউডে ডেবিউ হয়নি এখনও । সানায়া আর নভ্যাও পাপারাৎজিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু । কিন্তু এখনও বড় পর্দায় পা রাখেননি তাঁরা । তবে খুব শীঘ্রই করণ জোহরের ধর্মা প্রডাকশনের হাত ধরে বলিটাউনে ধামাকদার ডেবিউ হতে চলেছে সানায়ার । সম্প্রতি সেই খবর সামনে এসেছে ।

View this post on Instagram

A post shared by Ananya (@ananyapanday)

এই চার সুন্দরী কন্যার দল মাঝেমধ্যেই পার্টি করেন জমিয়ে । গার্লস আউটিং, হ্যাং আউট, শপিং, গোরাঘুরিও করেন একসঙ্গে । যে কোনও উ‍ৎসব, অনুষ্ঠানেও তাঁরা একসঙ্গে । সম্প্রতি এমনই একটি ছবিই অনন্যা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । ছবিটি তাঁদের ছোটবেলার । সেই ছবিতে খুদে সুন্দরীরা সকলেই হোলির পোশাক পরে রয়েছেন । সকলেই মজে রয়েছেন হোলি পার্টিতে । এই ছবি শেয়ার করে অনন্যা লিখেছেন, ‘‘হ্যাপি হোলি । এই দু’জনের সঙ্গে আমার স্মৃতিতে থাকা সেরা হোলি ছিল এটাই । মারাত্মকভাবে মিস করছি দিনগুলো । সকলে সুস্থ থেকো । ভালবাসা, আলো, রং, আনন্দ সব পাঠালাম ।’’

সামনেই শকুন বাত্রার পরবর্তী ছবি তে কাজ করতে চলেছেন অনন্যা । ২০২০-তে শেষ তাঁকে ‘কালি পিলি’তে দেখা গিয়েছিল । সানায়া আগামী জুলাইয়ে পা রাখছেন বলিউডে । আর সুহানা নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন । ২০১৯ সালে একটি শর্ট ফিল্ম দিয়ে অভিনয়ে ডেবিউ করেছিলেন তিনি । ছবিটির নাম ছিল ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ।

Published by:Simli Raha
First published:

Tags: Ananya Panday, Holi 2021, Shanaya Kapoor, Suhana Khan