#মুম্বই: ইন্টারনেটে ভাইরাল 'রেস থ্রি'-র একটি অ্যকশন সিকোয়েন্স। সলমন খানের ফ্যান পেজ-এ ঘুরতে থাকে এই ফুটেজ। ভিডিওতে দেখা যায়, বন্দুক আর বাইক নিয়ে ডেয়ার ডেভিল কিছু স্টান্ট করছেন খান। কিন্তু, এত লুকোছাপার পরও কী করে ছবির ফুটেজ লিক করল? এই নিয়ে শুরু হয়েছিল বিতর্কও!
আরও পড়ুন-এ বার র্যাপ গান গাইলেন ‘দ্য ডিভা’ রেখা
অবশেষে আসল সত্য সামনে এল! লিক হয়ে যাওয়া ফুটেজটি 'হ্যাপি বার্থডে রেমো ফ্রম রেস থ্রি ফ্যামিলি' নামে একটি ভিডিওর অংশ। ১ এপ্রিল এই ভিডিওটি ইন্টারনেটে ছাড়েন সলমনের কিছু ফ্যান। এই ভিডিওতে ছবির কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ঠিকই! পাশাপাশি রয়েছে ছবির সমস্ত কলাকুশলিদের তরফ থেকে পরিচালক রেমো ডিসুজার জন্মদিনে তাঁদের শুভেচ্ছাবার্তা।
'হ্যাপি বার্থডে রেমো ফ্রম রেস থ্রি ফ্যামিলি' নামের সেই ভিডিওর লিঙ্ক-
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/WJ9lMV8UnSo" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>
সলমন ছাড়াও, ছবিতে মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যাবে জ্যাকলিন আর ডেজি শাহ্-কে। এখন আবু ধাবিতে ছবির ক্লাইম্যাক্স শুট হচ্ছে। রীতিমতো বন্দুক চালাচ্ছেন জ্যাকলিন। জানালেন, ''এর আগে একটা ছবিতে বন্দুক চালিয়েছিলাম। কিন্তু এখানে অ্যাকশনের আরও অনেক কিছু শিখতে হয়েছে।''
আরও পড়ুন-করিনাকেই বিয়ের খবর সবার আগে জানিয়েছিলেন শাহিদ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daisy Shah, Jacqueline Fernandez, Leaked action scene, Race 3, Salman Khan, Truth