দিল্লির ৯ বছরের শিশুর আর্তনাদে গর্জে উঠলো গুলজারের কলম
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মাত্র ন বছর বয়স, হিংসা কেন তাকে বেছে নিল ? প্রশ্ন তুললেন গুলজার
#মুম্বই: জ্বললো আগুন, চললো গুলি, নিছক কিছু সাধারণ মানুষের প্রাণ গেল। তারপর হঠাৎ করেই সব শান্ত হতে শুরু করলো। দিল্লি হিংসার আগুনে জল ঢেলে দিল তাহের হুসেন বা হয়তো অন্য কেউ। কিন্তু কোনও ধর্ম বা জাত না বুঝেই ৯ বছরের বাচ্চাটা যেভাবে আর্তনাদ করে উঠলো তাকি সত্যিই কেউ শুনলো ! সে তো জন্ম সুত্রে হিন্দু বা মুসলিম। তাঁর তো অধিকার নেই নিদেন পক্ষে নিজের বাবা মা কে পছন্দ করারও। সবই তো জন্ম সূত্রে চাপিয়ে দেওয়া ! তাহলে সে কেন দিল্লি হিংসার ভাগ হবে? এই সব কথা হয়তো কাউকেই ভাবায় না। কারণ রাষ্ট্র যখন দাবার গুটি চালে তখন বোরেদের প্রাণই আগে যায়।
কিন্তু না, এসব কথা ভাবিয়েছে গুলজার সাহেবকে। তাঁর কলম কেঁদে উঠেছে ৯ বছরের শিশুর আর্তনাদে। আর তাই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠল তাঁর কলম। তিনি লিখলেন--
"নিজের ইচ্ছেতে ধর্মকে তো সে বেছে নেয়নি,
advertisement
তার ধর্ম তো বাবা মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া
মা বাবাকেও তো সে নিজে বেছে নেয়নি, সে উপায়ই বা কোথায়
advertisement
সে তার দেশ ও বেছে নেয়নি, রাষ্ট্রও তাই তার মত মেনে কাজ করে না।
মাত্র ন বছর বয়স, হিংসা কেন তাকে বেছে নিল
এই নির্মম হিংসা তাকে হত্যা করল!"
গুলজারের এই কবিতা সোশ্যাল মিডিয়ায় সকলকে ভাবিয়েছে। তবে যা হয়ে যায় তা তো আর ঠিক করা বা ফেরানো যায় না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2020 7:07 PM IST