Chak De India Actor: ‘চক দে ইন্ডিয়া’-তে কবীর খানের চরিত্রটির অফার প্রথমে গিয়েছিল বলিউডের এই সুপারস্টারের কাছে, কিন্তু সেই অফার ফিরিয়ে দেওয়ার কারণও হিসেবে যা বলেছিলেন অভিনেতা…
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Chak De India Actor: সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে কবীর খানের চরিত্রে অভিনয় করার জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক চেয়ে বসেছিলেন সলমন খান।
বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’ ছবিটির কথা আলাদা ভাবে বলে দিতে হয় না! বলা ভাল যে, এই ছবিটি রুপোলি দুনিয়ার এক চিরন্তন ক্লাসিক। আসলে কালজয়ী এই ছবির শক্তিশালী গল্প এবং প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর দুর্ধর্ষ অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। স্পোর্টস ড্রামা ধারার ছবিটি ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। আর ওপেনিংয়ে তেমন ভাল ফল না করতে পারলেও বক্স অফিসে এই ছবিটি পরে দুর্দান্ত সাফল্যও পেয়েছিল। হকি কোচ কবীর খানের ভূমিকায় দুর্ধর্ষ অভিনয় করেছিলেন শাহরুখ খান। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, এই কবীর খানের চরিত্রটির অফার প্রথমে গিয়েছিল সলমন খানের কাছে।
কিন্তু কোন বিষয়টা এক্ষেত্রে সমস্যা তৈরি করল? কিংবদন্তি এই চরিত্রটিতে কেন দেখা গেল না সলমন খানকে? পর্দার বাইরে যা যা হয়েছিল, সেই গল্পই আজ শুনে নেওয়া যাক।
সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে কবীর খানের চরিত্রে অভিনয় করার জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক চেয়ে বসেছিলেন সলমন খান। এ নিয়ে অভিনেতার মতবিরোধ দেখা দিয়েছিল আদিত্য চোপড়ার সঙ্গে। যদিও সুলতান ছবির প্রচারের সময় হাওয়ায় ভেসে বেড়ানো এই সমস্ত জল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন সলমন খান। সুপারহিট ছবির অফার নাকচ করার আসল কারণ প্রকাশ্যে এনেছিলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শারীরিক মিলনের ঠিক কতদিন পরে নারীদেহে শুক্রাণু বেঁচে থাকে? কতদিন থাকে মা হওয়ার সুযোগ? বিশেষজ্ঞ কী বলছে শুনুন
এমনিতে হামেশাই মজার মজার জবাব দিতে দেখা যায় ‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতাকে। মজা করে সলমন বলেন, “আমি এই ছবির অফার নিইনি, কারণ শাহরুখ খানেরও বেশ কিছু দারুণ ছবির অংশ হওয়া উচিত।” এখানেই শেষ নয়, অভিনেতা আরও জানান যে, কবীর খানের চরিত্রটি গ্রহণের বিষয়ে তাঁর যথেষ্ট সন্দেহ ছিল। কারণ তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সেই সময় ওই চরিত্রটি তাঁর ভাবমূর্তির সঙ্গে না-ও মিলতে পারত। সলমনের কথায়, “যখন আমাকে ‘চক দে ইন্ডিয়া’ ছবির অফার দেওয়া হয়, তখন আমার ভাবমূর্তি সম্পূর্ণ রূপে আলাদা ছিল। কারণ সেই সময় আমি ‘পার্টনার’ আর ওই ধরনের ছবিই করছিলাম। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে আমার একটাই কাজ ছিল যে, আমার ভক্তরা আশা করতো আমি পরচুলা পরে ভারতের হয়ে ম্যাচ জিতব, যা ওই ছবির জন্য উপযুক্ত হত না। সেই সময়ে ওটা আমার ধারা ছিল না।”
advertisement
আরও ব্যাখ্যা দিয়ে সলমন বলেছিলেন যে, “এটি ছিল আরও সিরিয়াস ধারার ছবি এবং আমি আরও বেশি পরিমাণে বাণিজ্যিক ছবি করছিলাম, যা আমি এখনও করে চলেছি। আমি কখনওই বাণিজ্যিক ধারার ছবির জোন থেকে বাইরে যাব না। কিন্তু এটা ঠিক যে, বাণিজ্যিক জোনে প্রচুর অর্থবহ সিনেমাও হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 12:18 PM IST