Jaya Bachchan's Best Friend: বাড়ির মধ্যেই রয়েছেন জয়া বচ্চনের প্রিয় বন্ধুটি, গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Jaya Bachchan's Best Friend: জয়া বচ্চনকে নিজের প্রিয় বন্ধুর বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “আমার সবথেকে ভাল বন্ধুটি আমার বাড়ির মধ্যেই রয়েছেন।” এটা শুনে নাতনি নভ্যা মিষ্টি একটা প্রতিক্রিয়া দেন।
মুম্বইঃ নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা’-র মা শ্বেতা বচ্চন এবং দিদিমা জয়া বচ্চনের সঙ্গে মা-বাবা ও বাচ্চাদের সম্পর্কের বিষয়ে আলোচনা করতে দেখা গিয়েছে নভ্যাকে।
ওই প্রোমোয় জয়া বচ্চনকে নিজের প্রিয় বন্ধুর বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “আমার সবথেকে ভাল বন্ধুটি আমার বাড়ির মধ্যেই রয়েছেন।” এটা শুনে নাতনি নভ্যা মিষ্টি একটা প্রতিক্রিয়া দেন।
আরও পড়ুনঃ খ্যাতির চূড়ায় থেকেও ছাড়েন অভিনয়, রাজকাহিনি ছবিতে কাজ! অকালে হারিয়ে যান ছোটপর্দার ‘বিনোদিনী’
কিন্তু বাড়ির মধ্যেই অভিনেত্রীর এই প্রিয় বন্ধুটি আসলে কে? তিনি আর কেউই নন, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। স্বামীর সঙ্গে নিজের দুর্দান্ত সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নিলেন জয়া। তাঁর কথায়, “আমার স্বামীই আসলে আমার প্রিয় বন্ধু।”
advertisement
advertisement
সেই সময় দিদিমার বন্ধুদের প্রসঙ্গ উত্থাপন করে একটা মিষ্টি গল্প শেয়ার করেন নাতনি নভ্যা। বেশ হালকা মেজাজেই তিনি বলেন, “যখন দিদিমার বন্ধুরা বাড়িতে আসেন, তখন তাঁরা এমন ভাবে দিদিমার সঙ্গে কথা বলেন, যেভাবে আমরা বলতে পারি না। আমার বিষয়টা দেখে বেশ মজাই লাগে। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তাঁরা দিদিমার সঙ্গে বেশ মজা করেন তাঁরা।”
advertisement
এবার মেয়ের সঙ্গে এই আলোচনায় যোগ দেন শ্বেতাও। নিজের মা-বাবাকে বন্ধু হিসেবে দেখা নিয়ে মত প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট দায়িত্ব সামলানোর দিকটাতেও জোর দেন তিনি। শ্বেতার বক্তব্য, সন্তানদের সঙ্গে সম্পর্ককে তিনি প্রাধান্য দেন। তবে কোথাও গিয়ে তাঁর মনে হয়, নির্দিষ্ট কিছু প্রাচীর থাকা উচিত। যা পরিবর্তিত হওয়া ঠিক নয়। অমিতাভ-কন্যার কথায়, “আমার সন্তানরা আমার সন্তান। আর আবার বন্ধুরা শুধু বন্ধুই।”
advertisement
প্রসঙ্গত সাম্প্রতিক কালে নভ্যার এই শো নিয়ে বিপুল চর্চা হয়েছে। কারণ নভ্যাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর শোয়ে মামা-মামি তথা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যাবে কি না, সেই প্রসঙ্গে। এর উত্তরে নভ্যা বলেছিলেন, “খুব সম্ভবত যদি সিজন ৩ আসে, তাহলে আমি এমন অতিথিদের আমন্ত্রণ জানাব, যাঁরা আমার পরিবারের সদস্য নন। আমার মনে হয়, প্রচুর মজা হতে চলেছে। কারণ তাঁদের থেকে অনেক কিছু শেখার রয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষের থেকে তাঁদের অভিজ্ঞতা শোনাটাও একটা বড় ব্যাপার।” নভ্যার এহেন জবাব শুনে অনেক নেটাগরিকই বলছেন যে, কায়দা করে প্রশ্নটা এড়িয়ে গেলেন অমিতাভ-জয়ার নাতনিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 4:00 PM IST