#মুম্বই: এমনিতেই শাহরুখ ও আব্রামের দোস্তিটা একটু বেশিই। তাঁরা সব সময় এক সঙ্গে থাকে। এমনকি আইপিএলের মাঠেও বাবার সঙ্গে ছুটে বেড়াতে দেখা যায় আব্রামকে। বড় ছেলের সঙ্গে যদিও শাহরুখকে মাঝে সাঝেই দেখা যায়। খুব একটা ভাব নেই দুজনের। কিন্তু মেয়ে সুহানা সবচেয়ে আদরের কিং খানের। তবে আব্রামকে নিয়ে এদিক ওদিক ঘোরাতে কোনও জুরি নেই শাহরুখের।
সম্প্রতি ইনস্টাগ্রামে গৌরি খান বাবা ছেলের একটা ছবি পোস্ট করেছেন। সেখানে পাইরেটস অফ ক্যারাবিয়ানের মতো করে সেঁজে দাঁড়িয়ে আছেন দুজনে। এই পোস্ট পেতেই তাঁর ফ্যানেদের মধ্যে শেয়ার হতে শুরু করে। এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেই ছবি ভাইরাল।---