#মুম্বই: চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র টিজার। মুক্তি পাওয়া টিজারে ফের একবার নিজের অভিনয় দক্ষতার মান দেখিয়েছেন আলিয়া ভাট। শাহরুখ খান, অক্ষয় কুমার, ফারহান আখতান থেকে প্রিয়াঙ্কা চোপড়া-- সকলেই আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ। গাঙ্গুবাইয়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন তিনি। পরিচালক সঞ্জয়লীলা বনশালী। শুধু তাই নয়, ছবিতে রয়েছে আরও চমক। বলিউড সূত্রে খবর, ছবির জন্য নিজের গলায় গান গাইতে পারেন আলিয়া ভাট।
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবির ঘনিষ্ঠমহলের দাবি, 'আলিয়া সত্যিই ভালো গায়িকা। মিস্টার বনশালীও একজন দারুণ কম্পোজার। শোনা যাচ্ছে, এই ছবিতে একসঙ্গে তাঁরা একটা গানের চেষ্টা করছেন। আলিয়া গাইবেন, লিখবেন পরিচালক নিজে।' বলিউড সূত্রে খবর, এই ছবিতে দেখা যাবে অজয় দেবগণকেও। ইতিমধ্যে ছবির শ্যুটিংও শুরু করেছেন অভিনেতা। মুম্বইয়ের ফিল্ম সিটি স্টুডিয়োতে চলছে ছবির শ্যুটিংয়ের কাজ।
আলিয়া অবশ্য এর আগেও বেশ কয়েকটি বলিউড ছবিতে গান গেয়েছেন। 'সামঝাঁওয়া' আনপ্লাগড গেয়েছিলেন 'হামটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে। এর পর 'বদ্রীনাথ কি দুলহানিয়া' ছবিতেও 'হামসফর' গেয়েছিলেন নায়িকা। দিলজিত দোসাঞ্জের সঙ্গে 'ইক কুড়ি' গানও পছন্দ হয়েছিল দর্শকের। এর পর 'সড়ক ২' ছবিকেও গান গাইতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার ফের সঞ্জয়লীলা বনশালীর লেখা গান গাইতে পারেন বলে বলিউডে জোর গুঞ্জন।
মুম্বইয়ের মাফিয়া কুইন হুসেন জাইদির জীবন থেকে নেওয়া হয়েছে 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবির গল্প। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা তিনি। অনেকের কাছে তিনি ‘মুম্বই মাফিয়া কুইন’ নামেই পরিচিত। যাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে যেমন সূর্যের আলো ঢোকা নিষিদ্ধ ছিল, ঠিক তেমনই গাঙ্গুবাইয়ের অঙ্গুলি হেলন ব্যতীত কোনও কাক-পক্ষীর প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি ছিল। মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লীতে বিক্রি হওয়াা মহিলাই নিজেকে একদিন প্রতিষ্ঠিত করেছিলেন দৌর্দণ্ড্যপ্রতাপ নেত্রী হিসেবে। আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছবিটির।